11 i ·Översätt

বুদ্ধিমান চা-ওয়ালা

এক ব্যস্ত বাজারে নতুন এক চা-ওয়ালা দোকান খুলল। নাম দিল: “বিশ্বের সেরা চা!”
চারদিকে হৈচৈ পড়ে গেল—কে এই নতুন? এত আত্মবিশ্বাস?

প্রথমদিন থেকেই তার দোকানে লাইন! চায়ের স্বাদও খারাপ না, তবে লোকে যেন নামটাই বেশি মনে রাখছে।

পাশের পুরনো চা-ওয়ালা রমিজ কাকু জিজ্ঞেস করল,
— এই নাম রাখলি কেন? এখন থেকে সবাই তো তোর চা খাবে!

চা-ওয়ালা হেসে বলল,
— কাকু, নামেই তো ভোক্তা ধরে ফেলি! খাইয়ে যদি ভুল প্রমাণ করে, তখন তারা নিজেরাই বলে ওঠে—“তাই তো! সত্যিই সেরা!”

রমিজ কাকু ঠোঁট চেপে হাসল,
— বুঝেছি বাপু! বেচারার শুধু চা না, মস্তিষ্কও গরম!

তবে পরদিন সে দেখল, রমিজ কাকুর দোকানে নতুন সাইনবোর্ড ঝুলছে:
“সেরা চা’র গুরু, এখানে শেখে সবাই!”

নতুন চা-ওয়ালা মাথা চুলকায়—“আবার গুরু কে হইল!”

এরপর বাজারে আরেক দোকান চালু হলো:
“তাদের দুজনের চাও এখান থেকে শেখা!”

শেষমেশ বাজারের সবাই চা-ওয়ালা হয়ে গেল। আর মানুষ চায়ের স্বাদ কম, দোকানের নাম শুনে বেশি মজা পেল!

এই কিস্সার শিক্ষা—বুদ্ধি খাটাও, তবে সাবধানে। না হয় চারপাশেই তৈরি হবে বুদ্ধিমান প্রতিযোগী!

#sifat10

✨🌸…!🖤🥀
-স্বার্থ যেখানে শেষ,
– বদনাম সেখান থেকে শুরু…!! 🙂🥀
🖤•─┼┼•🖤
000●━━━━━━━━━━━━● 042
⇆ㅤㅤㅤㅤ. ◁ㅤㅤ❚❚ㅤㅤ▷ㅤㅤㅤㅤ↻

AFace1 লাইক, কমেন্ট, পোস্ট করে ইনকাম করুন। এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আর কোথাও কারো কাছে জিজ্ঞাসা করা প্রয়োজন হবে না . কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

8 timmar ·Översätt

পরিশেষে বলা যায়, লজ্জাপতি গাছ একটি সহজলভ্য অথচ অত্যন্ত কার্যকর ঔষধি উদ্ভিদ। তবে যেকোনো প্রাকৃতিক ঔষধ ব্যবহারের আগে বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করা উত্তম, বিশেষ করে যদি আপনি আগে থেকে কোনো ওষুধ সেবন করেন বা স্বাস্থ্য সমস্যা থাকে।

8 timmar ·Översätt

ত্বকের নানা রোগ যেমন একজিমা, চুলকানি বা ফোঁড়ার ক্ষেত্রেও এটি দারুণ কার্যকর। পাতার পেস্ট করে আক্রান্ত স্থানে প্রয়োগ করলে আরাম মেলে এবং ব্যাকটেরিয়ার সংক্রমণ কমে যায়।

8 timmar ·Översätt

এই গাছ ঘুমের সমস্যা ও মানসিক অস্থিরতা কমাতেও সাহায্য করে। গবেষণায় দেখা গেছে, লজ্জাপতিতে সেরোটোনিন নামক উপাদান থাকে, যা মস্তিষ্কে প্রশান্তি এনে ঘুমের উন্নতি ঘটায়।