কুয়োর ভিতরে বাঘ!
একদিন গ্রামের এক ছেলে দৌড়ে এসে চিৎকার করে উঠল,
— বাঁচাও! কুয়োর ভেতরে একটা বাঘ পড়ে গেছে!
সবাই থমকে গেল।
— কুয়োয় বাঘ? সেটা আবার কেমনে হয়!
গ্রামের মোড়ল, চাচা-মামা, পীর-হুজুর সবাই ছুটে এল। কুয়োর মুখে সবাই ভিড় জমাল। নিচে তাকিয়ে কেউ কিছু দেখতে পাচ্ছে না।
একজন বলল,
— কিছু দেখা যাচ্ছে না তো!
— হতেই পারে, অন্ধকারে লুকিয়ে আছে!
তাড়াতাড়ি মশাল আনা হল, আয়না দিয়ে আলো ফেলা হল, কিন্তু কিছুই দেখা যাচ্ছে না।
তখন একজন সাহস করে বলল,
— আমি নামি! দেখি কী আছে।
সবার দোয়ায় সে কুয়োয় নামল। কয়েক মিনিট পর উপরে উঠে এল, কাপছে!
— নিচে কিছুই নেই! শুধু আমার নিজের প্রতিবিম্ব পড়েছিল পানিতে!
সবাই হা করে চেয়ে থাকল।
ছেলেটা মাথা চুলকে বলল,
— আমি তো নিজের মুখ দেখি না কখনো, পানিতে দেখে ভয় পেয়েছিলাম। বাঘ মনে হইছিল!
সবাই হেসে লুটোপুটি! মোড়ল বলল,
— ভয় কেবল বাইরের না, নিজের মুখ চিনিও না, তাও ভয় পাই!
সেই থেকে ছেলেটার নাম হয়ে গেল “বাঘদেখা রবি”।
#sifat10