হরিণের মতো বউ!
একবার রফিক নামে এক ছেলে প্রেমে পড়ল এক মেয়ের, নাম ছিল সুমাইয়া। মেয়েটা দেখতে বেশ সুন্দরী, হরিণের মতো চোখ! বন্ধুরা মজা করে বলত,
— তোর তো হরিণের মতো বউ হবে!
বিয়ের দিন রফিক খুব খুশি! বউ ঘরে এল। কিন্তু বিয়ের এক সপ্তাহ পর সে বন্ধুকে গিয়ে বলল,
— ভাই, বিপদে পড়ছি!
— কী হইছে? তোর তো হরিণের মতো বউ!
— হ্যাঁ, হরিণের মতোই, কিন্তু রাগ করলে মনে হয় জংলি বাঘ!
বন্ধু হেসে গড়াগড়ি।
— কী করল সে?
রফিক বলল,
— গতকাল ভাত একটু নরম হইছিল, আমি বলছি “আজ ভাত নরম হইছে”… ব্যাস! সে থালা হাতে এমন করে তাকায়, আমি নিজেই গলায় কাঁটা লইয়া ভাত গিলছি!
বন্ধু বলল,
— বুঝলি তো? চোখ হরিণের হলেও, স্বভাব হইলে সিংহী—বাঁচবি কেমনে?
রফিক দীর্ঘশ্বাস ফেলে বলল,
— এখন আমি জানি, বিয়ের আগে চেহারা না, চরিত্র জিগ্গাসা করা লাগে!
তবে পরে একদিন রফিক রান্না করল, বউ এসে খেয়ে বলল,
— আজ রান্না দারুণ হইছে!
রফিক বলল,
— হ্যাঁ, কারণ আজ আমি ভয় পেয়ে আগেই রাঁধছি!
এই কিস্সার শিক্ষা—চেহারা দেখে প্রেম করো, কিন্তু বিয়ে করার আগে রান্না আর রাগ—দুটোই যাচাই করো!
#sifat10