খাটের নিচে লুকানো টাকা
এক গ্রামে থাকত এক ধনী লোক, নাম ছিল মজিদ। সে ছিল একটু লোভা ও সন্দেহী। বারবার তার টাকা চুরি হচ্ছে বলে ভাবত।
একদিন সে ঠিক করল, টাকা খাটের নিচে লুকিয়ে রাখবে। তারপর ঘর থেকে বেরিয়ে গেল।
তবে গ্রামের ছোট ছেলে হাসান দেখল,
— বাবা মজিদ আবার টাকা লুকাচ্ছে, দেখে নেই কোথায়!
রাতে হাসান এসে চুপিচুপি টাকা নিয়ে পালানোর চেষ্টা করল। হঠাৎ মজিদ ফিরে এলো।
মজিদ চিৎকার করে বলল,
— ওরে চোর! আমার টাকা কে নেবে?
হাসান বলে,
— আমি টাকা নিলাম না, শুধু দেখে এলাম কোথায় লুকিয়েছো!
মজিদ লজ্জায় লজ্জায় বলল,
— আমি নিজেই এত সন্দেহী, টাকাই নিজের চোখে দেখতে চাই।
এই ঘটনা শুনে গ্রামের সবাই হেসে উঠল। মজিদের নাম হয়ে গেল “সন্দেহি মালিক”।
শিক্ষা হলো—অত্যধিক সন্দেহে মানুষ নিজের ভাবনা ও সম্পর্ক নষ্ট করে ফেলে।
#sifat10