সাপের ভয় আর বুদ্ধির জয়
এক গ্রামে এক বৃদ্ধ বাস করতেন। তার নাম ছিল কাসেম। একদিন সে বনে হাঁটছিলেন, হঠাৎ সাপ দেখে ভয়ে দৌড়ে পালালেন।
পরের দিন একই পথে হাঁটতে গেলেন, এবার সে সাপের অস্থিরতা বুঝতে চাইলেন। সাপ তো শান্ত ছিল, কিন্তু কাসেম ভয় পেয়ে চিৎকার দিলেন।
গ্রামের বাচ্চারা শুনে বলল,
— দাদা, সাপ ভয় পায় না তোমার ভয় পেয়ে!
কাসেম বুঝলেন, ভয় থেকেই সমস্যা। পরের দিন বাচ্চাদের সঙ্গে সাপের আচরণ শিখতে বসলেন।
শেষমেশ কাসেম সাপের সামনে দাঁড়িয়ে ভয় ভুলে গেলেন, আর সাপও শান্ত থাকল।
শিক্ষা হলো—ভয় মানসিক, যা বুদ্ধি ও সাহস দিয়ে কাটানো যায়।
#sifat10