27 안에 ·번역하다

সৎ মানুষের উপহার

এক গ্রামে থাকতেন একটি সৎ মানুষ, নাম ছিল হাসান। সে দরিদ্র হলেও কখনো অন্যের ক্ষতি করত না। একদিন রাস্তার পাশে সে একটি ছোট পুঁতি পেল। অনেকেই বলল, পুঁতি তুমিই নাও।

হাসান পুঁতি নিয়ে বাড়ি গেল। সে পুঁতি থেকে প্রতি দিন একটু একটু করে পানি ঢালত, যত্ন করত। অনেক মাস পরে পুঁতি বড় একটি গাছ হয়ে গেল।

গাছ থেকে পচা ফল পড়ার কথা, কিন্তু হাসানের যত্নের ফলে গাছে সুস্বাদু ফল ধরল, যা সবাই খেতে পছন্দ করল।

গ্রামের সবাই বুঝল, সৎ মানুষ যত্ন করলে অল্প জিনিসও বড় ফল দিতে পারে।

শিক্ষা:
সৎ মন ও পরিশ্রমে ছোট জিনিস থেকে বড় সাফল্য আসে।

#sifat10