11 di ·Menerjemahkan

শেখার আগ্রহ

এক গ্রামে ছোট্ট মেয়ে রিনা থাকত। সে খুব চঞ্চল, কিন্তু পড়াশোনায় মন দিত না। তার মা বারবার বলত,
— পড়াশোনা করো, জ্ঞানই তোমার প্রকৃত বন্ধু।

রিনা কথা শোনেনি, খেলতে বেশি ভালোবাসত। একদিন সে বনের পাশে গিয়ে এক বুড়ো পন্ডিতকে দেখল বই পড়ে। সে কাছে গিয়ে বলল,
— দাদা, বই পড়ে কী হয়?
পন্ডিত হাসে বলল,
— বই পড়লে তুমি নানা জগত দেখতে পারো, নতুন নতুন জ্ঞান পাবে।

রিনা ফিরে এসে ঠিক করল, পড়াশোনা করবে। ধীরে ধীরে সে ভালো নাম করবে।

গ্রামে তার নাম হলো ‘জ্ঞানী রিনা’।

শিক্ষা:
জ্ঞান অর্জনের জন্য আগ্রহই সবচেয়ে বড় সম্পদ।

#sifat10

3 jam ·Menerjemahkan
✨🌸…!🖤🥀
-স্বার্থ যেখানে শেষ,
– বদনাম সেখান থেকে শুরু…!! 🙂🥀
🖤•─┼┼•🖤
000●━━━━━━━━━━━━● 042
⇆ㅤㅤㅤㅤ. ◁ㅤㅤ❚❚ㅤㅤ▷ㅤㅤㅤㅤ↻
4 jam ·Menerjemahkan

AFace1 লাইক, কমেন্ট, পোস্ট করে ইনকাম করুন। এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আর কোথাও কারো কাছে জিজ্ঞাসা করা প্রয়োজন হবে না . কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

6 jam ·Menerjemahkan

ত্বকের নানা রোগ যেমন একজিমা, চুলকানি বা ফোঁড়ার ক্ষেত্রেও এটি দারুণ কার্যকর। পাতার পেস্ট করে আক্রান্ত স্থানে প্রয়োগ করলে আরাম মেলে এবং ব্যাকটেরিয়ার সংক্রমণ কমে যায়।

7 jam ·Menerjemahkan

এই গাছ ঘুমের সমস্যা ও মানসিক অস্থিরতা কমাতেও সাহায্য করে। গবেষণায় দেখা গেছে, লজ্জাপতিতে সেরোটোনিন নামক উপাদান থাকে, যা মস্তিষ্কে প্রশান্তি এনে ঘুমের উন্নতি ঘটায়।

7 jam ·Menerjemahkan

হেমোরয়েড বা অর্শ রোগেও লজ্জাপতির ব্যবহার রয়েছে। এর শুকনো পাতা গুঁড়ো করে দিনে দু’বার খেলে রক্ত পড়া কমে এবং ব্যথা উপশম হয়। একইসাথে, পাইলসের জন্য বাহ্যিক প্রয়োগেও পাতার পেস্ট ব্যবহার করা হয়।