আজ যাকে অবহেলা করে কয়লা ভেবে ফেলে দিচ্ছেন। আগামীকাল হয়তোবা তাকে হীরা ভেবে কেউ গলায় জড়িয়ে নিবে। কিছু সময়ের ব্যবধানে সে পাবে সুন্দর একটা আশ্রয় আপনি হারাবেন সুন্দর একটি মন। এজন্য কাউকে হারানোর আগে কাউকে ফেলে দেওেয়ার আগে শতবার ভাববেন কাকে হারাতে যাচ্ছেন। কাকে অবহেলা করতে যাচ্ছেন। আপনার জীবনের জন্য কতটা কল্যানকর হতে পারত।
একবার হারিয়ে গেলে আর পাবেন না। তা ভালোবাসার মানুষকে সময় থাকতেই মূল্য দিন।