30 sa ·Isalin

আকরাম হোসাইন

দুঃখ ভরা জীবন আমার কষ্টে কাটে দিন, দুঃখের কাছে এই আমিটা জন্মের পরাধীন।

দুঃখের পথের পথিক আমি দুঃখ করি চাষ, বুকের ভেতর বয়ে চলি দুঃখ বারোমাস।

দুঃখ আমার আঁধার ঘরের কাঁদো গলার সুর, হয়নি জানা আজও আমার সুখটা কত দূর?

দুঃখ আমার অতি অপন সে করে না পর, দুঃখের সাথে নিত্য বাঁধি নয়ন জলের ঘর।