আসাদের আগমন
শহর থেকে আসাদ নামের এক তরুণ গ্রামে আসে তার দাদির মৃত্যুর পর। দাদির শেষ ইচ্ছা ছিল, সে যেন কিছুদিন গ্রামের পুরনো বাড়িতে থাকে।
গ্রামের মানুষরা আসাদকে খুব আপন করে নেয়, কিন্তু নীল পুকুরের কথা উঠলেই সবার মুখ গম্ভীর হয়ে যায়। একজন বৃদ্ধ বললেন,
> "বাবারে, সন্ধ্যার পর ওইদিকে যাইও না। ওইখানে কেউ আর মানুষ থাকে না…"
আসাদ হেসে উড়িয়ে দেয়, “ভূত নেই দাদু, এগুলো সব গাঁ-গল্প।”