Md Jony  
11 w ·Translate


আমি একা নই আর—
আমার কণ্ঠে দশ হাজার কণ্ঠ,
আমার চোখে পৃথিবীর সমস্ত কান্না
একসঙ্গে পুঞ্জীভূত হয়ে দাঁড়িয়ে আছে।


আমি সেই শিশু, যে ভাত চেয়ে চেয়ে ঘুমিয়ে পড়ে
তপ্ত রেলস্টেশনের বালিতে।
আমি সেই যুবক, যে ইন্টারভিউর দিন
শেষ বাসটি মিস করে হেঁটে হেঁটে ফিরে যায়।


আমি সেই নারী, যে রাতজাগা কারখানায়
আলোর নিচে গুনে চলে সূতো,
তার চোখে নেই প্রেম—
তবু প্রতিটি ছোঁয়ায় বসে থাকে স্বপ্নের স্নেহ।


আমি সেই বৃদ্ধ, যে যুদ্ধ দেখেছে,
বোমা ও লাশের গন্ধ শুঁকে বড় হয়েছে।
তার গল্প বলে না কেউ এখন,
তবু সে জানে—“আমিই ইতিহাসের প্রাচীন রক্তধারা।”


আমি সেই ছাত্র, যার বই ধার করা,
যার ছাতা ছিঁড়ে গেছে বৃষ্টির ভেতর।
তবু তার খাতায় যে লেখা
তা একদিন পৃথিবীকে পাল্টে দিতে পারে।

...

১৫
আমি সেই প্রেমিক,
যার চিঠি পৌঁছায়নি সময়মতো,
আর সেই প্রেমিকা,
যে অপেক্ষার আঙিনায় ঘুমিয়ে পড়েছে যুগের পর যুগ।

...

২২
আমি সেই সৈনিক, যার বুটে লেগে আছে
অপরিচিত দেশের রক্ত।
আমি সেই জেলখানার কক্ষে দাঁড়িয়ে থাকা
একজন নিরপরাধ মানুষের দীর্ঘশ্বাস।

...

৩১
আমি একটি গিটার—
যে এখন আর বাজে না,
তবু একদিন তার ছয় তারে কাঁদত একটি মেয়ের ভাঙা কবিতা।

...

৪৭
আমি সেই কৃষক,
যে নিজের মাটিতেই ভাত জোটাতে পারে না,
আর সেই কবি,
যার কলম কেবল বাতাসে ভাসে, পাতায় নয়।

...

৬২
আমি সেই রোহিঙ্গা, সেই ফিলিস্তিনি, সেই আদিবাসী,
যাদের গৃহ মানেই অনিশ্চয়তা,
তবু তাদের বুকেই লুকানো থাকে
পৃথিবীর সবচেয়ে সাহসী গান।

...

৭৫
আমি গানের সেই লাইন,
যা মাঝপথে ভুলে গেছে গায়ক,
তবু শ্রোতার হৃদয়ে রয়ে গেছে
অভিমানের মতো জেগে।

...

৯০
আমি সেই পিতা, যে চাকরি হারিয়ে
রাতের বালিশে চোখ লুকিয়ে কাঁদে,
আর সেই শিশু,
যে জানে না তার পেছনে কত বিসর্জন জ্বলছে।

...

১০০
আমি সেই “মানবপুঞ্জ”—
যা কোনো এক কবির কলমে শুরু হয়েছিল,
কিন্তু এখন ছড়িয়ে গেছে
প্রতিটি মানুষের নশ্বর হৃদয়ে।

AFace1 লাইক, কমেন্ট, পোস্ট করে ইনকাম করুন। এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আর কোথাও কারো কাছে জিজ্ঞাসা করা প্রয়োজন হবে না . কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

3 hrs ·Translate

পরিশেষে বলা যায়, লজ্জাপতি গাছ একটি সহজলভ্য অথচ অত্যন্ত কার্যকর ঔষধি উদ্ভিদ। তবে যেকোনো প্রাকৃতিক ঔষধ ব্যবহারের আগে বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করা উত্তম, বিশেষ করে যদি আপনি আগে থেকে কোনো ওষুধ সেবন করেন বা স্বাস্থ্য সমস্যা থাকে।

3 hrs ·Translate

ত্বকের নানা রোগ যেমন একজিমা, চুলকানি বা ফোঁড়ার ক্ষেত্রেও এটি দারুণ কার্যকর। পাতার পেস্ট করে আক্রান্ত স্থানে প্রয়োগ করলে আরাম মেলে এবং ব্যাকটেরিয়ার সংক্রমণ কমে যায়।

3 hrs ·Translate

এই গাছ ঘুমের সমস্যা ও মানসিক অস্থিরতা কমাতেও সাহায্য করে। গবেষণায় দেখা গেছে, লজ্জাপতিতে সেরোটোনিন নামক উপাদান থাকে, যা মস্তিষ্কে প্রশান্তি এনে ঘুমের উন্নতি ঘটায়।

3 hrs ·Translate

হেমোরয়েড বা অর্শ রোগেও লজ্জাপতির ব্যবহার রয়েছে। এর শুকনো পাতা গুঁড়ো করে দিনে দু’বার খেলে রক্ত পড়া কমে এবং ব্যথা উপশম হয়। একইসাথে, পাইলসের জন্য বাহ্যিক প্রয়োগেও পাতার পেস্ট ব্যবহার করা হয়।