ক্লান্তি
ক্লান্তি আসে না ঘুমিয়ে,
সে জেগে জেগেই কাঁদে।
মানুষ ভাবে, সে অলস,
আসলে সে ভারে ভারে নুয়ে পড়া।
---
২৯. ডাস্টবিনের পাশে কবিতা
একটি ছেঁড়া কাগজে লেখা—
"তুমি এখনো আমায় ভালোবাসো?"
ডাস্টবিনের পাশে পড়ে ছিল,
তবু তার মানে আকাশজোড়া।
---
৩০. ধ্বংস ও ধ্বনি
সব ধ্বংসেই কিছু ধ্বনি থাকে,
যা কবিতা হতে চায়।
যে শুনতে জানে,
সে জানে—ভাঙাও একধরনের সংগীত।
---
আরও চাইলে বা কোনো নির্দিষ্ট বিষয়ে দীর্ঘ কবিতা, ধারাবাহিক কাব্য বা মহাকাব্যের মতো কিছু