11 w ·Translate

হাজারো দলের ভীড়ে কোন দলটি যে হক দল, সেটি খুঁজে বের করা ভালোই কঠিন। যে যেই দলের সাথে আছেন সে সেই দলকে হক মনে করছেন। নিজ দলকে হক বানানোর জন্য সবাই নিজের মত করে কিছু মূলনীতি ও মাপকাঠি বানিয়ে নিয়েছেন। যেই মূলনীতি ও মাপকাঠির আলোকে নিজ দলের যাবতীয় অন্যায় ও ইসলামবিরোধী কাজও হক হয়ে যায়। কেউ ভুল ধরিয়ে দিলে তাকে বন্ধু নয় বরং শত্রু মনে হয়।

এ ধরনের দলান্ধতার ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেনঃ
كُلُّ حِزۡبٍۭ بِمَا لَدَیۡهِمۡ فَرِحُوۡنَ
প্রত্যেক দলই নিজ নিজ মতবাদ নিয়ে উৎফুল্ল। (সুরা রুমঃ ৩২)
কিন্তু আমাদের একটি বিষয় মনে রাখতে হবে যে, হক কখনো আমাদের মতের অনুগামী হবেনা বরং আমাদের মতকে হকের অনুগামী বানাতে হবে।
.
আমরা তো সকলে এইকথা বিশ্বাস করি যে, আল্লাহ তাআলা সব ব্যাপারে আমাদের চেয়ে অনেক বেশি ভাল জানেন, সেই হিসেবেই তিনি আমাদেরকে প্রতিটি বিষয়ে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন।
অতএব জীবনের অন্যন্য বিষয়ের ন্যায় এই বিষয়েও (অর্থাৎ হক দলের ব্যপারেও) তিনি দিক নির্দেশনা দিয়েছেন, তাদেরকে চেনার জন্য কিছু আলামত বাতলে দিয়েছেন, যেন আমরা খুব সহজে তাদেরকে চিনতে পারি এবং তাদের সাথে থেকে দুনিয়া আখিরাতের যাবতীয় কল্যাণ লাভ করতে পারি।
আল্লাহ তাআলা সুরা মায়িদায় ইরশাদ করেছেনঃ
یٰۤاَیُّهَا الَّذِیۡنَ اٰمَنُوۡا مَنۡ یَّرۡتَدَّ مِنۡكُمۡ عَنۡ دِیۡنِهٖ فَسَوۡفَ یَاۡتِی اللّٰهُ بِقَوۡمٍ یُّحِبُّهُمۡ وَ یُحِبُّوۡنَهٗۤ ۙ اَذِلَّۃٍ عَلَی الۡمُؤۡمِنِیۡنَ اَعِزَّۃٍ عَلَی الۡكٰفِرِیۡنَ ۫ یُجَاهِدُوۡنَ فِیۡ سَبِیۡلِ اللّٰهِ وَ لَا یَخَافُوۡنَ لَوۡمَۃَ لَآئِمٍ ؕ ذٰلِكَ فَضۡلُ اللّٰهِ یُؤۡتِیۡهِ مَنۡ یَّشَآءُ ؕ وَ اللّٰهُ وَاسِعٌ عَلِیۡمٌ
হে মুমিনগণ, তোমাদের মধ্যে যারা দ্বীন থেকে ফিরে যাবে তাহলে অচিরেই আল্লাহ এমন কওমকে নিয়ে আসবেন, যাদেরকে তিনি ভালবাসবেন এবং তারা তাঁকে ভালবাসবে। তারা মুমিনদের প্রতি অত্যন্ত সদয় , কাফিরদের উপর কঠোর হবে। তারা আল্লাহর রাস্তায় জি&হ|দ করবে এবং কোন নিন্দুকের নিন্দার পরোয়া করবেনা। এটি আল্লাহর অনুগ্রহ, তিনি যাকে ইচ্ছা তাকে তা দান করেন। আর আল্লাহ প্রাচুর্যময়, সর্বজ্ঞ। (সুরা মায়িদাঃ ৫৪)
.
এই আয়াতে আল্লাহ তাআলা হক দলের ছয়টি আলামত বর্ণনা করেছেন। আলামতগুলো হলঃ
.
১। আল্লাহ তাদেরকে ভালোবাসেন।
.
আল্লাহ কাদেরকে ভালোবাসেন এটি আসলে আমাদের পক্ষে জানা সম্ভব না। তবে আল্লাহ তাআলা কুরআনের বিভিন্নস্থানে বিশেষ কিছু গুণের অধিকারী লোকদের ভালোবাসার কথা জানিয়েছেন। এর মধ্যে মুত্তাকী, তাওবাকারী, নেক আমলকারী, ভালোভাবে পবিত্রতা অর্জনকারী, তাওয়াক্কুলকারী এবং সীসাঢালা প্রাচীরের ন্যায় কিতালকারী ইত্যাদি গুণের অধিকারী লোকেরা আছেন। এই গুণগুলো কোন দলের লোকদের মধ্যে অধিক পরিমাণে আছে তা দেখে আমরা আল্লাহর ভালোবাসার লোকদের চিনতে পারবো ইনশাআল্লাহ।
.
২। তারা আল্লাহকে ভালোবাসে।
.
যারা আল্লাহকে ভালোবাসে তারা জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর দেয়া বিধি বিধানগুলো মেনে চলে এবং কোনভাবে যেন তাঁর নাফরমানি না হয় এই ব্যপারে সতর্ক থাকে। এমনিভাবে তাঁরা সদা সর্বদা রাসুলের দেখানো পথে চলে, কারণ আল্লাহকে ভালোবাসার দাবি হল জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসুলের আনুগত্য করা, আল্লাহ তাআলা সুরা আলে ইমরানের ৩১ নাম্বার আয়াতে বলেছেনঃ
قُلۡ اِنۡ كُنۡتُمۡ تُحِبُّوۡنَ اللّٰهَ فَاتَّبِعُوۡنِیۡ یُحۡبِبۡكُمُ اللّٰهُ وَ یَغۡفِرۡ لَكُمۡ ذُنُوۡبَكُمۡ ؕ وَ اللّٰهُ غَفُوۡرٌ رَّحِیۡمٌ
হে নবী! আপনি বলে দিন- যদি তোমরা আল্লাহকে ভালবাসো তবে আমার অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালবাসবেন এবং তোমাদের গুনাহসমূহ ক্ষমা করবেন, আর আল্লাহ অতি ক্ষমাশীল, পরম দয়ালু। - (সুরা আলে ইমরান ৩১)
.
৩। মুমিনদের প্রতি সদয়
.
অর্থাৎ তারা মুমিনদের ব্যাথায় ব্যাথিত হয় এবং মুমিনদের আনন্দে আনন্দিত হয়। কোথাও কোন মুমিন জু/লু/মের শিকার হলে তারা তাদের সর্বোচ্চটুকু দিয়ে তাকে উদ্ধারের চেষ্টা করে। ‘তাদের আক্বিদা ও আমল খারাপ হওয়ার কারণে মার খাচ্ছে’ এই বলে জু/লু/মকে ন্যায্যতা দেয়না। ছোটখাটো বিষয় ও শাখাগত মতপার্থক্যের কারণে মুমিনদের সাথে ঝগড়ায় লিপ্ত হয়না, বিরোধী মতের কেউ জু/লু/মের শিকার হলে খুশি হয়না। বরং ছোটখাটো ইখতিলাফ ভুলে উম্মাহর জন্য কাজ করে যায়।
.
৪। কাফেরদের প্রতি কঠোর
.
অর্থাৎ তাদের সমস্ত রাগ ক্ষোভ বিদ্বেষ ঘৃণা ও শত্রুতা কাফেরদের প্রতি থাকে। কাফেররা মুসলিমদের উপর নির্যাতন করলে তারা কাফেরদেরকে ছেড়ে কথা বলেনা, উপযুক্ত পাওনা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করে। কাফেরদের খুশি করার জন্য হেকমতের দোহাই দিয়ে ইসলামের কোন বিধানকে গোপন করেনা।
.
৫। আল্লাহর রাস্তায় জি&হ|দ করে
.
হক দলের অন্যতম একটি গুণ হল, তারা মজলুমদের সাহায্য এবং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য আল্লাহর রাস্তায় জি&হ|দ করে।
.
৬। নিন্দুকের নিন্দার পরোয়া করেনা
.
জি&হ|দ করতে গেলে অনেক সময় কটুকথা শুনতে হয়; কেউ বলে জ&ঙ্গি, কেউ বলে জজবাতি, কেউ বলে আতংকবাদী। এছাড়া ইসলামের আরো কিছু বিধান পালন করতে গেলেও (যেমন পরিপূর্ণ পর্দা করা, হালাল হারাম বেছে চলা) এমন কটুকথা শুনতে হয়। হক দলের অনুসারীরা এসকল কটুকথা ও নিন্দার পরোয়া করেনা। তারা তাদের পথে অটল থাকে এবং গন্তব্যে পৌঁছেই তবে ক্ষান্ত হয়।

প্রিয় ভাইয়েরা, আমরা যারা হক দলের তালাশে আছি তারা এইসকল গুণ দেখে দল নির্বাচন করি, এই গুণগুলো যাদের মধ্যে আছে তাদের সাথে থাকার চেষ্টা করি। যারা ইতিমধ্যে কোন দলে নাম লিখিয়ে ফেলেছি তারা নিজ দলের মাঝে এই গুণগুলো আছে কিনা খুঁজে দেখি।

আল্লাহ তাআলা আমাদের সবাইকে হক দল চেনার এবং তাদের সাথে থাকার তাওফিক দান করুন।

✨🌸…!🖤🥀
-স্বার্থ যেখানে শেষ,
– বদনাম সেখান থেকে শুরু…!! 🙂🥀
🖤•─┼┼•🖤
000●━━━━━━━━━━━━● 042
⇆ㅤㅤㅤㅤ. ◁ㅤㅤ❚❚ㅤㅤ▷ㅤㅤㅤㅤ↻

AFace1 লাইক, কমেন্ট, পোস্ট করে ইনকাম করুন। এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আর কোথাও কারো কাছে জিজ্ঞাসা করা প্রয়োজন হবে না . কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

6 hrs ·Translate

পরিশেষে বলা যায়, লজ্জাপতি গাছ একটি সহজলভ্য অথচ অত্যন্ত কার্যকর ঔষধি উদ্ভিদ। তবে যেকোনো প্রাকৃতিক ঔষধ ব্যবহারের আগে বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করা উত্তম, বিশেষ করে যদি আপনি আগে থেকে কোনো ওষুধ সেবন করেন বা স্বাস্থ্য সমস্যা থাকে।

6 hrs ·Translate

ত্বকের নানা রোগ যেমন একজিমা, চুলকানি বা ফোঁড়ার ক্ষেত্রেও এটি দারুণ কার্যকর। পাতার পেস্ট করে আক্রান্ত স্থানে প্রয়োগ করলে আরাম মেলে এবং ব্যাকটেরিয়ার সংক্রমণ কমে যায়।

6 hrs ·Translate

এই গাছ ঘুমের সমস্যা ও মানসিক অস্থিরতা কমাতেও সাহায্য করে। গবেষণায় দেখা গেছে, লজ্জাপতিতে সেরোটোনিন নামক উপাদান থাকে, যা মস্তিষ্কে প্রশান্তি এনে ঘুমের উন্নতি ঘটায়।