হরিণ এক ধরনের চতুষ্পদ স্তন্যপায়ী প্রাণী, যা মূলত বন ও তৃণভূমিতে বসবাস করে। এরা শান্ত স্বভাবের এবং দ্রুত দৌড়াতে পারে। পুরুষ হরিণের শিং থাকে, যা প্রতি বছর পড়ে গিয়ে আবার গজায়। হরিণ তৃণভোজী এবং ঘাস, পাতা ও ফলমূল খেয়ে বাঁচে। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে হরিণের নানা প্রজাতি রয়েছে। এরা দলবদ্ধভাবে চলাফেরা করে।
saeid4
تبصرہ حذف کریں۔
کیا آپ واقعی اس تبصرہ کو حذف کرنا چاہتے ہیں؟