রহিম ছোটবেলায় খুব দুষ্টু ছিল। একদিন সে দোকান থেকে একটা চকোলেট চুরি করে আনল। প্রথমবার কেউ ধরেনি, সে ভাবল “এ তো সহজ!” দ্বিতীয়বার টাকা চুরি করল, তৃতীয়বার মোবাইল...
কিন্তু একদিন ধরা খেলো। পুলিশ নয়, তার নিজের ছোট বোন দেখে ফেলেছিল। সেই দিন থেকেই তার জীবন বদলে গেল।
সে বুঝতে পারল—চুরি যত ছোটই হোক, এতে সম্মান হারায়, আত্মবিশ্বাস নষ্ট হয়। তারপর সে স্কুলে ফিরে লেখাপড়া শুরু করল। এখন সে একজন সৎ ব্যবসায়ী।