#
“ লাথি উষ্টা মেরে খায়েশ মেটেনি তোমার? আবার এসেছো চায়ের সাথে বিষ মিশিয়ে খাওয়াতে?”
বৃত্তের এমন কথা শুনে কেন জানি দোয়ার হাসি পায়।কণ্ঠে রসিকতা ঝুলিয়ে বলে,
“ ঠিক ধরেছেন।আমি চায়ে বিষ মিশিয়ে নিয়ে এসেছি।আপনাকে বিষ খাইয়ে উপরে পাঠিয়ে দিব।এরপর আপনার স্থাবর অস্থাবর সব সম্পত্তি নিজের নামে দলিল করে নিবো।প্ল্যান টা জম্পেশ না?”
বৃত্ত কটমটে দৃষ্টিতে দোয়ার পানে চায়।চোখে তার আগুনের হলকা দেখে দোয়া কিছুটা নত হয়। ক্ষীণ স্বরে বলে,
“ সরি। আপনার দূর্বলতার সুযোগ নিয়ে মজা করাটা উচিত হয় নি।”
নিরুত্তর বৃত্ত কে দেখে দোয়া তার দিকে চায়ের কাপ এগিয়ে দেয়।হিম কণ্ঠে বলে,
“চা টা নিশ্চিতে পান করতে পারেন।চায়ে কোন বিষ টিষ মেশানো নেই।আমি নিছকই মজা করেছি।”
বৃত্ত যেভাবে শোয়া ছিল, সেভাবেই শুয়ে রয়েছে। একটুও নড়চড় নেই।এদিকে চা টা ঠাণ্ডা হয়ে যাচ্ছে।বৃত্তের নির্লিপ্ত ভঙ্গি দেখে বোঝা যাচ্ছে সে দোয়ার কথা বিশ্বাস করে নি। অগত্যা দোয়া চায়ের কাপে চুমুক দেয়। উৎকণ্ঠার সহিত বলে,
“ এই দেখুন আমি চা খেয়েছি, অথচ আমার কিছুই হয় নি।আপনারও কিছুই হবে না ।আপনি প্লিজ চা টা পান করুন।হয়তো নিজেই মাথার যন্ত্রণায় ছটফট করবেন।”
“তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আমাকে তোমার এঁটো চা খেতে বলছো?”
“ কী করবো বলুন? আপনি তো আমাকে বিশ্বাস করছেন না।তাই আপনার চোখের সামনে প্রমাণ দিতে হলো।এতো কথা না বাড়িয়ে খেয়ে নিন মশাই।”
“ মাথার যন্ত্রণায় ছটফট করতে করতে মরে যাবো, তবুও তোমার এঁটো খাবো না।”
দোয়া আর কথা বাড়ায় না। নিঃশব্দে টি টেবিলের উপর চায়ের কাপ রেখে গুটি গুটি পায়ে এগিয়ে যায় বৃত্তের দিকে।বৃত্ত কে অবাক করে দিয়ে তার শিয়রে বসে বৃত্তের মাথাটা নিজের কোলের উপর তুলে নেয়।বৃত্ত কিছু বলতে উদ্যত হতেই দোয়া তর্জনী আঙ্গুল তার ঠোঁটের উপর রাখে।হাস্কি স্বরে বলে,
“ হুঁশ সাইলেন্স।আপনার মাথা ব্যাথার কারণ যখন আমি, তখন না হয় মাথা ব্যাথা উপশম টাও আমিই করে দিলাম।”
বৃত্ত পুরোপুরি বোকা বনে যায়।দোয়া এমন কিছু করবে ,এটা তার ধারণার বাইরে ছিল। দোয়া তার নরম, কোমল আঙ্গুল দিয়ে বৃত্তের মাথা টিপে দিচ্ছে।কখনো আবার চুলে হাত বুলিয়ে দিচ্ছে। দোয়ার গরম নিঃশ্বাস বৃত্তের চোখে মুখে আছড়ে পড়ছে।বৃত্ত কিছু বলতে গিয়েও থেমে যায়।গলা দিয়ে আওয়াজ বের হয় না।সে চোখ দুটো বন্ধ করে জোরে জোরে শ্বাস নেয়।দোয়ার গা থেকে সুন্দর একটা সুবাস আসছে।বৃত্ত বুঝতে পারে এটা কোন পারফিউমের সুবাস নয়। এটা দোয়ার নিজস্ব গায়ের সুবাস। বৃত্তের কেমন জানি নেশা লেগে যায়।অনতিকালে