#চেইনের ঝলক, কিন্তু সেটাও ঘোলাটে আলোয় হারিয়ে যেতে চায় না।
কাঁধে ঝুলছে একটা ছোট ক্যামো (ক্যামোফ্লেজ প্রিন্টেড) ব্যাগ, যতটা ছোট দেখা যায়, ভেতরে যেন ততটাই রহস্য জমে আছে।
পায়ে স্পোর্টস স্নিকার হেডের নতুন মডেলের জুতো, যার তলা এত নরম যে হাঁটার শব্দ হয় না।এই শহরে সে যখন চলে, পেছনে শুধু ছায়া পড়ে, পদচিহ্ন নয়।
ব্যক্তিটি বেশ অনেকক্ষণ অপেক্ষা করার পরও যখন কাঙ্খিত জিনিসটার দেখা পেলোনা তখন গম্ভীর স্বরে পাশের জনকে বলল,,
"এক ঘন্টা এগারো মিনিট চুয়ান্ন সেকেন্ড ধরে অপেক্ষা করছি, ট্রাক গুলো কোথায় হাসনিন?"
বসের কন্ঠস্বর শুনে হাসনিনের গলা শুকিয়ে এলো।সে জানতো এমন কিছুই ঘটবে।একে তো মাসুদ আর বাকের হাসপাতালে আগুন দিতে ব্যর্থ হয়েছে এরপর আবার মাল বাহী ট্রাক গুলোও আসতে দেড়ি করছে।
আজ বসের ভয়ংকর রাগের কবলে পড়া থেকে তকে কেউ বাঁচাতে পারবেনা।কথাগুলো ভেবে হাসনিনের নিজের জন্য মায়া হলো।তখনই পকেটে থাকা ফোনটা বেজে উঠলো।হাসনি