#
রাস্তার একদিকে, একদম কোণায় দাঁড়িয়ে আছে চিত্রা। বড়ো আপাকে ভিডিও কল দেওয়ার জন্য ফোনটা অন করেছে। এত মিষ্টি প্রেমের কথা বড়ো আপাকে না বললে তার আবার পেটের ভাত হজম হবে না।
হোয়াটসঅ্যাপে আপার আইডিটাতে ঢুকে কল দেওয়ার পূর্ব মুহূর্তেই একটি পরিচিত কণ্ঠস্বর চিত্রাকে ডেকে উঠল,
"চিত্রা আপি না?"
ডাক শুনে কিছুটা কৌতূহল নিয়ে চিত্রা পেছনে ফিরতেই দেখল সেই পরিচিত অল্পবয়সী মুখটি। সদা হাসিতে জ্বলজ্বল করা মুখটি। ফুরফুরে চঞ্চলতা যার অঙ্গ জুড়ে কেবল মি সা ই লের বেগে ছুটে বেড়ায়।
চিত্রাও মেয়েটার হাসির সাথে তাল মেলায়। উৎফুল্ল কণ্ঠে বলে,
"তমসা না?"
"তমু। আপন মানুষদের জন্য আমি তমু। তমসা তো পর মানুষের জন্য। " কথাটি বলতে বলতে মেয়েটি এগিয়ে এলো। একদম চিত্রার সামনে। কাছাকাছি।
চিত্রা তমসার গালে আলতো হাত বুলিয়ে দেয়। স্নেহ ভরা কণ্ঠে বলে, "কতদিন পর তোমার সাথে দেখা হলো! তোমার ফোন নাম্বারটা নেই যে যোগাযোগ করবো। কেমন আছো? কোথায় হারিয়ে গিয়েছো? আজকাল দেখাই করতে আসছো না যে!"
তমসার হাসি দৃঢ় হয়। সে চিত্রার দিকে অপলক তাকিয়ে থেকে চঞ্চল কণ্ঠে শুধায়, "আমায় মিস করেছিলে বুঝি?"
"হ্যাঁ, করেছিলাম। এত সুন্দর মেয়েকে মিস না করলে হয়?"
"যাক, আমাকেও তাহলে মিস করার কেউ আছে! তুমি ভীষণ ভালো আপু।"
চিত্রা তমসার মাথায় হাত বুলিয়ে দেয়। মায়াময় স্বরে বলে, "বাড়ি আসো না কেন?"
"কীভাবে আসবো শুনি? পরীক্ষা দিতে দিতে তে হয়রান হয়ে যাচ্ছি। সামনে ফাইনাল এক্সাম। প্রিপারেশনে ভীষণ ব্যস্ত তো!"
"ভালো করে প্রিপারেশন নিও। আর মাঝে মাঝে দেখা দিও।"
"দেখা তো দিতে পারব না আর। দেখা দিতে গেলে যে আমার বুকটা ব্যথায় কেমন করে!"
তমসার কথার আগাগোড়া না বুঝে চিত্রা কপাল কুঁচকে ফেলল। প্রশ্ন করল,
"বুক ব্যথা? হয়েছে কী?"
"ঐ যে, তোমার বাড়ির বরাবর যে স্যারের বাড়ি! তোমায় দেখতে গেলেই তো স্যারের বাড়ির দিকে আমার তাকাতে ইচ্ছে করে। চোখ গুলো কেবল এদিক-সেদিক ঘুরে স্যারকে দেখার জন্য। জেনেশুনে এমন পাপ কি করতে পারি বলো?"
তমসার কথার সারমর্ম কিছুটা বোধহয় চিত্রা আঁচ করে ফেলল। তবুও ভালো করে বুঝার জন্য বলল,
"পাপ? কীসের পাপ?"
"এই যে চিত্রা আপুর পুরুষমানুষকে দেখতে চাওয়ার পাপ। বয়স আমার অল্প হতে পারে কিন্তু আমি বো কা না আপু।"
ভ্যাবাচেকা খেয়ে গেল চিত্রা। স্তব্ধ হয়ে আমতা-আমতা করে বলল, "কী বলছো?"
"আমার আজ বড্ড তাড়া, আপু। আরেকদিন বলবো দেখা হলে। শুধু বলি, তোমার মতন অমন করে কি স্যারকে কেউ ভালোবাসতে পারবে বলো? কারো সাহসই হবে না। যেখানে তোমর মতন একজন ভীষণ ভালোবাসতে পারা মানুষ আছে সেখানে বাকি সবার ভালোবাসা ফিকে। সবাই কি আর চিত্র