[ঘাসান কানাফানি ছিলেন ‘পপুলার ফ্রন্ট ফর দি লিবারেশন অব প্যালেস্টাইন’-এর প্রধান প্রবক্তাদের একজন এবং এই সংগঠনের সাপ্তাহিকপত্র ‘আল-হাদাফ’-এর সম্পাদক। কিন্তু আরবিভাষী জগতে তাঁর আরো একটা পরিচয় ছিল- তাঁকে গণ্য করা হতো আরব জগতের একজন প্রধান কথাসাহিত্যিক হিসেবে আর কবিতায় যেমন মাহমুদ দারবিশ, গদ্যে তেমনি ঘাসান কানাফানি ছিলেন সর্বাগ্রগণ্য ফিলিস্তিনি লেখক।