তাঁর জন্ম হয়েছিল আক্রায় ১৯৩৬-এ. কিন্তু ১৯৪৮ সালে তাঁর পরিবার পালিয়ে যায় এখান থেকে, পরে গিয়ে আশ্রয় নেয় দামাস্কাস-এ। লেখাপড়া শেষ করে তিনি গোড়ায় সিরিয়ার রাজধানী এবং পরে কুয়েত-এ শিক্ষকতা ও সাংবাদিকতার কাজে আত্মনিয়োগ করেন। পরে তিনি বৈরুত-এ চলে আসেন, এবং ১৯৬৯ থেকে ‘আল- হাদাফ’ প্রকাশ করতে শুরু করেন। জুলাই ১৯৭২ তাঁর গাড়ির মধ্যে ইসরায়েলি বাহিনী টাইম বোমা রেখে দেয়। বিস্ফোরণে গাড়িটি যখন উড়ে যায় তখন গাড়িতে ছিলেন তিনি আর তার ভাগ্নি। মৃত্যুর সময় তাঁর বিধবা পত্নী ও দু’টি শিশু সন্তান জীবিত ছিল। ইসরায়েলি এজেন্টরা কয়েকবার তাঁদেরও হত্যা করবার চেষ্টা করেছিল। এ যাবত তাঁর যে সমস্ত লেখা বই হয়ে বেরিয়েছে, তার মধ্যে আছে পাঁচটি উপন্যাস (তার মধ্যে দুটি অসমাপ্ত), পাঁচটি ছোটগল্পের সংকলন, দুটি নাটক এবং ফিলিস্তিনি সাহিত্য বিষয়ে দুটি আলোচনাগ্রন্থ।