হে উপবৃত্তি তুমি আসিবে বলে,
কত তরুণ ছাত্র-ছাত্রী অপেক্ষাকৃত
আগ্রহে আছে বসে।
তুমি আসিবে বলে,
হোস্টেলের/মেসের ধারটাও হয়নি করা শোধ,
তুমি আসিবে বলে, হয়নি করা শপিং।।
তুমি আসিবে বলে,
মোড়ের দোকান খানাতেও হিসাব করা আছে খাতায়।।
তুমি আসিবে বলে ফোনের টং টং করে আসা
মেসেজটাও নিমিষেই হয়ে যায় সিন,,
হে উপবৃত্তি তুমি কি সত্যি আসিবে আমাদেরি একাউন্টে
হে উপবৃত্তি হাজার বাধা বিপত্তি,
বাংলার সকল একাউন্ট কাঁপিয়ে
তোমাকে আসিতেই হবে।
আসিতেই হবে, আমাদের একাউন্টে।
😁😁😁😁