মানুষের অবস্থান নিয়ে মানুষ ঠিক বুঝতে পারে সেটা হলো মানুষের যখন অসুখ হয় মানুষ এর শরীরে সঞ্চারিত কোন শক্তি সঞ্চয় থাকে না আর মানুষ তখন আস্তে আস্তে শারীরিক মানসিক ভাবে নিরুৎসাহিত হয়ে পরে য়ার কোন কিছু তখন ভালো লাগে না শুধু একটা কথা মানুষ তখন বলতে থাকে এ আল্লাহ তুমি আমাকে সুস্থ তা দান করে দেও মানুষ যখন অসুখ হয়ে থাকে তখন সে আর ও অনেক কিছু জিনিস উপলব্ধি করে থাকে যেমন কে তার জন্য কেমন সেবা দিবে কে তাকে সঠিক সময়ে ওষুধ খেতে দিবে কে তার সেবা যত্ন করে তাকে সুস্থ করে আবার আগের মতো করে তুলে ফেলবে এই গুলো অনেক কার্যকর ভূমিকা পালন করে থাকে মানুষ এর ব্যবহার এ ও মানুষ অনেক কিছু শিখে দেখা যায় অনেক সময় যার টাকা পয়সা নেই তার জন্য কেউ গুরুত্ব সহ কারে দেখে না এবং তাদের মনুষ্যত্ব বোধ কাজ করে না তাদের ছুরে ফেলে দেয় অবহেলা অনআদারে যাতে করে দেখা যায় তারা আস্তে আস্তে শেষ পরিনতির দিকে এগিয়ে যেতে থাকে মানুষ এর এই ব্যবহার গুলো কেউ সজ্জ করতে পারে না তাই তাদের কর্ম ফল গুলো যখন ভোগ করতে থাকে তখন সে ঠিক ই আপচোস এর করে এবং তাদের মনুষ্যত্ব বোধ কাজ করে কিন্তু কি লাভ তখন তাতে করে তাদের তো অনেক দেরি হয়ে যায় এবং তাদের মুল্য টা পরখনে তাদের মনে পরে যে সেই মানুষ টা তাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ছিল এগুলো থেকে নিধারিত হয়ে থাকে যে মানুষ এর অনেক কিছু শিক্ষার বিষয় থাকে মানুষ এর খারাপ লাগা তৈরি হয়ে থাকে যার জন্য মায়া কাজ করে কিন্তু তার জন্য কেউ গুরুত্ব দিতে পারে নি কারণ তার সেই সময় টাকা ছিল না বলেই সে অবহেলিত হয়ে ওঠে এজন্য বলা যায় যে মানুষ থাকতে তার মুল্য দিতে শিখো মানুষ হারিয়ে গেলে তার আর কোন কিছু পাওয়া থাকে না পরিশেষে বলা যায় যে মানুষ থাকতে তার মুল্য টা বুঝতে শেখা দরকার হারিয়ে গেছে আর কোন ও কাজ হবে না