আর্জেন্টিনা দক্ষিণ আমেরিকার একটি বৃহৎ দেশ, যার রাজধানী বুয়েনস আইরেস। দেশটি আন্দিজ পর্বতমালা থেকে শুরু করে পাম্পাস সমভূমি ও প্যাটাগোনিয়া পর্যন্ত বিস্তৃত। আর্জেন্টিনা ফুটবলের জন্য বিশ্ববিখ্যাত, বিশেষ করে মারাদোনা ও মেসির মতো কিংবদন্তিদের জন্য। তানগো নৃত্য, মাংসপণ্য এবং সমৃদ্ধ সাহিত্য এ দেশের সাংস্কৃতিক পরিচয়।