তরমুজ একটি গ্রীষ্মকালীন রসালো ও মিষ্টি ফল। এর ভিতরের অংশ লালচে ও রসে ভরপুর, আর বাইরের অংশ সবুজ রঙের শক্ত খোসা দিয়ে আবৃত। তরমুজে প্রায় ৯২% পানি থাকে, যা গরমের দিনে শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে। এতে ভিটামিন এ, সি ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। তরমুজ খেলে তৃষ্ণা মেটে, হজমে সহায়তা করে এবং ত্বক সুস্থ থাকে। এটি শিশু থেকে বয়স্ক সবার জন্য উপকারী।