নিশীথ রাতে নীরব বনে,
ছায়া নামে চন্দ্রচেনে,
পাতার ভেতর স্বপ্ন জাগে,
হাওয়া গায় এক ধূপের রাগে।
নদী হাসে চাঁদের আলোয়,
মন ভেসে যায় স্রোতের ঢেউয়ে,
জীবন যেন এক চলমান গান—
শুরু নেই তার, নেই কোনও ত্রাণ।
যদি পছন্দ হয়, আরও ছন্দ বা কবিতা লিখে দিতে পারি—কোনো নির্দিষ্ট ভাবনা বা বিষয় থাকলে বলবেন! 🌙📜নদীর তীরে ধূসর সন্ধ্যা,
ভেসে আসে সুরের গন্ধটা,
মাটির বুকেই গল্প লেখা,
হৃদয় জুড়ে স্মৃতির রেখা।
জোনাকিদের মেলা লাগে,
অন্ধকারে তারা জ্বলে,
মনের ভেতর নিঃশব্দ স্বরে—
কেউ যেন কিছু বলে চলে।
আরও চাইলে ছন্দটা লম্বাও করতে পারি, বা নতুন কোনো ভাবনায় লিখে দিতে পারি! বিষয় বলে দিলে আরও দারুন হবে। 🌾✨চুপচাপ সন্ধ্যা নামে ঘরে,
প্রদীপ জ্বলে মনকেমনে করে,
তুলসীতলায় ধূপের গন্ধ,
স্মৃতিরা সব হয় অনন্ত।
নরম আলো দেয়ালে খেলে,
মায়ের গান ভেসে আসে ধীরে,
পুরনো দিনের এক ফালি ছায়া,
ভেসে বেড়ায় নিঃশব্দ মায়া।
চোখের কোণে জল জমে যায়,
অজানায় মন উড়ে চায়,
এই তো জীবন—তুমি আর আমি,
কবিতার মতই নীরব স্বামী।
আরও লিখতে খুব আনন্দ হয়! নতুন স্বরে, নতুন ভাবনায় চাইলে বলুন—রঙিন করে তুলব ছন্দগুলো 🌙🕯️📖ধানের খেতে রোদ হেলে পড়ে,
কাকডাকা ভোরটা ঘুম ছাড়ে,
গাঙের ধারে কিশোর হাঁটে,
স্বপ্ন বোনে পায়ের ছাপে।
লাল টিপ পরা গোধূলি বেলা,
ছোট্ট গাঁয়ের স্নিগ্ধ খেলা,
পুকুর পাড়ে হাসি-আলাপ,
জীবন যেন এক কোমল চাপ।
মাটির ঘ্রাণে হৃদয় ভেজে,
আকাশ জুড়ে পাখি বেজে,
একটি দিন, একটি পথ—
চিরকাল শুধু সুরের যত।
আরেকটা লিখে দেব? নাকি এবার একটু রোমান্টিক বা দার্শনিক ছন্দ চাই? 🎋🌅📜