শাশুড়ী আম্মা কাজের মেয়ের সামনে ননদ কে বলেছে তোর ভাবীর কাছ থেকে শিখবি কিভাবে বড়লোকের ছেলে পটাতে হয়। কাজের মেয়ে আবার আমাকে এসে বলে দিয়েছে..
আমি শাশুড়ীর সামনে বসে ননদকে ডাক দিয়ে বললাম বড় লোকের ছেলেকে পটাতে হলে দেখতে সুন্দর, ফর্সা চিকন হতে হবে। ১২০ কেজি ওজন নিয়ে বড় লোকের ছেলে পটানো যাবে না। সাথে একাডেমিক রেজাস্ট ভালো থাকতে হবে। এই যেমন আমার ২ টা এ প্লাস সহ গ্রাজুয়েশন এ 1st class ছিলো। আর হ্যা ঘরে বসে সারা দিন মোবাইলে ফুসুর ফাসুর না করে একটা ভালো জব জয়েন করতে হবে। ঘরের কাজ রান্না বান্না যেমন জানতে হবে সাথে বাজার সদাই দুনিয়াদারী সামলানো শিখতে হবে।
বাট এসব একটু আর্লি এইজে করতে পারলে ভালো। এই ধর ২৫ বছর এর মধ্যে। ৩০ বছরে এসে আসলে বড়লোকের ছেলে পটানো একটু কষ্টই
এতো সুন্দর সুন্দর টিপস দেয়ার পর দেখি মা মেয়ে আমার সাথে কথা বলে না। মুখ কালো করে বসে আছে। মানুষের উপকার করাও দেখি ভুল 🙂
©
Tanvir Islam
Slet kommentar
Er du sikker på, at du vil slette denne kommentar?