সলামের দৃষ্টিতে ইহুদি ও খ্রিস্টানরা উভয়ই ইব্রাহিমের শিক্ষার ধারক। কুরআনে তাদেরকে আহলে কিতাব বলে সম্বোধন করা হয়েছে। কুরআনে তাদেরকে ইসলামের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়েছে:
“ বলুন (মুহাম্মাদ), ‘হে আহলে কিতাব! এসো এমন একটি কথার দিকে যা আমাদের ও তোমাদের মধ্যে একই; তা হলো, আমরা আল্লাহ ছাড়া অন্য কারও ইবাদত করব না, তাকে কোনো শরিক করব না এবং আল্লাহ ছাড়া একে অপরকে প্রভু হিসেবে গ্রহণ করব না।’ এরপরও যদি তারা মুখ ফিরিয়ে নেয়, তবে বলুন, তোমরা সাক্ষী থাকো, আমরা তো আত্মসমর্পণকারী।