ল্লাহ্ শব্দটি আল এবং ইলাহ যোগে গঠিত। আল অর্থ সুনির্দিষ্ট এবং ইলাহ অর্থ উপাস্য, অর্থাৎ সুনির্দিষ্ট উপাস্য। আরবিভাষাবিদ এডওয়ার্ড উইলিয়াম লেন তার অভিধান অ্যারাবিক-ইংলিশ লেক্সিকনে আল্লাহ (الله) শব্দটির ব্যাখ্যায় উল্লেখ করেন: "আল্লাহ শব্দটি বিচ্ছিন্ন আলিফসহ লিখিত হয় এবং এর অর্থ হচ্ছে "ঈশ্বর", বা "একমাত্র সত্য ঈশ্বর"।[১৮] খ্রিস্টানরা খ্রিস্টধর্মকে একেশ্বরবাদী বলে দাবী করলেও মুসলিমরা খ্রিস্টধর্মের ত্রিত্ববাদ (trinity) বা এক ঈশ্বরের মধ্যে পিতা, পুত্র ও পবিত্র আত্মার মিলন, এই বিশ্বাসের জন্য তাদের দাবিকে অস্বীকার করে।[১৯] ইসলামি ধারণায় আল্লাহ সম্পূর্ণ অতুলনীয় ও পৌত্তলিকতার অসমতুল্য, যার কোনো প্রকার আবয়বিক বর্ণনা অসম্ভব। মুসলিমরা তাদের উপাস্যকে বর্ণনা করেন বিভিন্ন গুণবাচক নাম ও গুণাবলীর মাধ্যমে।[২০]