#
"- আচ্ছা আসিফ আমাদের কি এসএস গ্রুপ নামে কোনো কোম্পানি আছে। যার মালিকানা আমার নামে দেওয়া?
"- না ম্যাম আমাদের এমন কোনো কোম্পানি নাই। কিন্তু হঠাৎ করে এইটা কোনো জিজ্ঞেস করছেন ম্যাম?
"- না আসলে আজকে একটা নোটিশ এসেছে আদালত থেকে আমার কোম্পানি এসএস গ্রুপ অফ ইন্ডাস্ট্রি বন্ধ করে দেওয়ার নোটিশ এসেছে। কিন্তু আমার এমন কোনো কোম্পানি নাই আমার শুধু একটা ব্যন্ড আছে। তাহলে কি আদালত আমাকে মিথ্যা নোটিশ দিয়েছে?
"- হুম হতে পারে ভুল করে নোটিশ এসেছে "।
"- আসিফ তুমি চেক করে দেখো আমাদের এইরকম কোনো কোম্পানি আছে কি না? আদালত থেকে মিথ্যা নোটিশ সাধারণ আসে না ? তুমি চেক করে আমাকে ফোন দিয়ে জানিয়ে দিও "।
"- ওকে ম্যাম "।
ইনায়া ফোন রেখে হাতে থাকা চিঠি আবার ভালো করে পড়ে কিন্তু সে বুঝতে পারে না এই এসএস গ্রুপের মালিক সে হবে কোনো। তার নামে এমন কোনো কোম্পানি নাই তাহলে? ইনায়া নিজের রুমে চলে যায় সেখানে টেবিলে নোটিশ রেখে দেয়। হঠাৎ করে ইনায়ার ফোনে একটা কল আসে ইনায়া তা দেখে অরুণা বেগম ফোন করেছে। ইনায়া ফোন রিসিভ করে বলে -
"- হুম মামণি কেমন আছো তোমরা? ভালো বাবা আর নাশতা কেমন আছে?
"- এখানে প্রতৈকে ভালো আছে। আচ্ছা তোর কথা বল অরণ্যর সাথে তোর দেখা হয়েছে মানে ও সাথে বিয়ে দিয়েছি বলে কি নিজের মামণির উপর তোর রাগ হয়েছে? আর অরণ্য কি তোর উপর কোনো অত্যাচার করেছে?
অরণ্যের নাম শুনে ইনায়ার হাসি মুখ থেকে উঠে যায় তবে সে অরুণা বেগমকে কষ্ট দিতে চাই না। অরুণা বেগম যদি জানতে পারে ইনায়া অরণ্যকে নিজের স্বামী হিসাবে মেনে নিতে পারে নাই। তাহলে ওনার মনে অনেক কষ্ট লাগবে যা ইনায়া চাই না তবে অরণ্য আর ইনায়ার সম্পর্ক কখনো সাধারণ স্বামী স্ত্রীর মতো হতে পারবে না। ইনায়া বলে -
"- মামণি ছোটবেলা থেকে এই ইনায়া কি কখনো তোমার সিদ্ধান্তের উপর কথা বলেছে? আর অরণ্যর সাথে যেহেতু আমার বিয়ে হয়েছে ওনি আমার স্বামী। অরণ্যর সাথে আমার যতই শএুতা থাকুক ওনার সাথে আমার বিয়ে হয়েছে সেটা তো মিথ্যা হয়ে যেতে পারে না "।
অরুণা বেগম ইনায়ার কথা শুনে হাসে অরুণা বেগম যানে অরুণ্য কখনো ইনায়ার সাথে খারাপ ব্যবহার করবে না। অরুণা বেগম বলে -
"- ইনায়া দেখবি তুই সুখী হবি রে মা। তোর মামণির দোয়া সবসময় তোর সাথে থাকবে "।
"- আমি জানি মামণি। তবে তোমাকে অনেক মিস করছি আমি মামণি বড্ড বেশি "।
"- তোকে ও আমরা অনেক মিস করছি ইনায়া। আর আজকে অরণ্য আমাদের নিজে দাওয়াত করেছে তোদের বউ ভাতের অনুষ্ঠানে জয়েন করার জন্য। রাতে তোর সাথে দেখা হবে আমাদের ইনায়া "।
চৌধুরী পরিবারকে এই বাড়িতে আসার জন্য অরণ্য নিজে দাওয়াত করেছে সেটা শুনে ইনায়া চমকে যায়। যেই অরণ্য চৌধুরী পরিবারের নাম ও শুনতে পছন্দ করে না সেই অরণ্য তাদের বউভাতের অনুষ্ঠানে দাওয়া দিছে। অরণ্যর মনে আসলে চলছে টা কি ও কি এই বাড়িতে সবাইকে ডেকে এনে অপমান করতে চাই। কিন্তু ইনায়া কখনো সেটা হতে দিবে না। ফোনের অপর পাশ থেকে ইনায়ার কোনো রিপ্লাই না পেয়ে অরুণা বেগম বলে -
"- কি হয়েছে ইনায়া হঠাৎ করে এমন চুপ হয়ে গেলি কোনো?
"- না কিছু না মামণি। আচ্ছা অরণ্য কখন তোমাকে ফোন করে ইনভাইট করেছে?
"- সকালের দিকে ফোন করে বলেছে তোর আর অরণ্যর বউ ভাতের অনুষ্ঠান হবে আজকে। সেখানে যাতে আমরা সকলে উপস্থিত থাকি "।
ইনায়া কথাটা শুনে স্বাভাবিক ভাবে হাসে এরপর অরুণা বেগমের সাথে ও অল্প কিছুখন কথা বলে। ইনায়া ফোন রেখে পিছনে ফিরে তাকিয়ে দেখে অরণ্য রুমে এসেছে। ইনায়া যায় অরণ্যর কাছে আর ওর সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করে -
"- সমস্যা কি আপনার কি করতে চান আপনি? চৌধুরী পরিবারের সকলে আপনার শএু তাহলে ওদের কোনো বউ ভাতের অনুষ্ঠানে ইনভাইট করেছেন? আপনি মনে কি চলছে অরণ্য?
অরণ্য হেঁসে জবাব দেয় -
"- সবসময় এতো রেগে কথা বলেন কোনো আপনি? আমি আপনার শএু হয় তার সাথে জামাই হয়। জামাইয়ের সাথে ভালোবেসে কথা বলতে হয় তাকে সম্মান করতে হয় "।
"- অরণ্য একদম কথা ঘুরানোর চেষ্টা করবেন যা জিজ্ঞেস করছি তার উত্তর দেন। বলুন চৌধুরী পরিবারের সবাইকে কোনো ইনভাইট করছেন আপনি? একটা কথা ভালো করে শুনে রাখুন অরণ্য আপনার জন্য যদি আমার মামণি বা ভালো বাবার কোনো ক্ষতি বা অপমান হয়। তাহলে কিন্তু এই ইনায়া আমাকে খুন করে ফেলবে "।
ইনায়ার খুন করার কথা শুনে অরণ্য ভাবে মানুষের বউরা তাদের জামাইকে একটু পর পর কিস করতে চাই। আর বউ তাকে কথায় কথায় খুন করতে চাই আম্মু গো কোন জল্লাদ মেয়ের সাথে আমার বিয়ে দিয়ে দিলে। নাতি নাতনির মুখ না দেখে নিজের ছেলের মরা মুখ তোমাকে দেখতে হবে। অরণ্যর কোনো জবাব না পেয়ে ইনায়া আবার জিজ্ঞেস করে -
"- কি সমস্যা আপনার উত্তর দেন না কোনো?
"- আরে জল্লাদ বউ থুক্কু মিসেস ইনায়া শান্ত হয়ে যান। শুনুন চৌধুরী পরিবারের সাথে আমার শএুতা অবশ্যই আছে কিন্তু ওনারা আপনার পরিবার। মেয়ের বউ ভাতে যদি তার পরিবারের কেউ না আসে তাহলে বিষয়টা খারাপ দেখা যায়। যার জন্য ওনাদের আমন্ত্রণ যানাতে হয়েছে আমার "।
"- সত্যি বলছেন?
"- তিন সত্যি বউ আমার বিশ্বাস করেন "।
অরণ্যে কথা শুনে ইনায়ার বিশ্বাস হয় কোনো জানি অরণ্যে কথা এখন অবিশ্বাস করতে ইচ্ছা করে না তার৷ অরণ্য আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুল ঠিক করতে থাকে আর বলে -
"- আজকে আমাদের বউ ভাতের অনুষ্ঠান তাই দয়া করে রেডি থাকবেন। আর অনুষ্ঠানে কোনো ঝামেলা করবেন না কারণ সেখানে অনেক মিডিয়া আর আপনার পরিবারের লোক থাকবে?
"- অরণ্য আপনার কথা কি ম