#থেকে নামতে নামতেই কাজ সেরে ফেলে।
খাট থেকে নেমে দৌড়ে রুম থেকে বেরিয়ে যায়।
কিছু সময় পরেই দাঁত কটমট করে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে আলভী। রুমের চারো দিকে নজর বুলিয়ে দেখে মায়া চলে গেছে। মাথা টা ঠান্ডা হয় একটু। বজ্জাত মেয়ে রুমে আসলে একটা না একটা অঘটন ঘটিয়েই যায়। আজকে কিছু করেনি। স্টাডি টেবিল ঠিক ঠাক মতোই আছে। চুল মুছতে মুছতে খাটের দিকে এগিয়ে আসে।
টাওয়েল টা পাশে রেখে ধপাস করে খাটে শুয়ে পড়ে চিৎ হয়ে। শোয়ার সাথে সাথেই আবার লাফিয়ে উঠে দাঁড়ায়। বিছানার উপর তাকিয়ে দেখে মায়া তো পায়খানা করে দিয়েছে খাটের উপর। হলুদ আর লাল বিছানার চাদর হওয়ার কারণে চোখে পড়েনি আগে। এর গন্ধ কেন এতক্ষণ নাকে আসেনি ? গন্ধ পেলে অন্তত এই অঘটন ঘটত না।
ওর পিঠ আর মাথার চুলে লেগে গেছে। বমি করতে করতে দৌড়ে আবার ওয়াশরুমে প্রবেশ করে। বেচারা মাত্রই শাওয়ার নিয়ে এসেছিল।
এক ঘন্টা সময় নিয়ে শুধু শাওয়ার জেল আর শ্যাম্পু লাগায়। শাওয়ার নিতে নিতে আরো কয়েক বার বমি করে দেয় ঘৃণায়।
গা না মুছে, ভেজা প্যান্ট চেঞ্জ না করেই ওয়াশরুম থেকে বেরিয়ে সিঁড়ির দিকে এগিয়ে যায়। চিৎকার করে ওর মাকে ডাকতে শুরু করে। ওর চিৎকার চেঁচামেচি শুনে বাড়ির সবাই এগিয়ে আসে সিঁড়ির কাছে।
সবাই থাকলেও মায়া নেই এখানে। রাগে গর্জন করে বলে,
_ মায়া কোথায় ?
_ কেন মায়া আবার কি করেছে ?
_ ও কোথায় ? ওকে আজকে আমি মে রে ই ফেলবো। ওকে নিষেধ করা সত্ত্বেও ও কেন বার বার আমার