গল্পের নাম বুদ্ধিতে মুক্তি
এক শিয়াল ক্ষুদায় দুর্বল হয়ে শিকার তালাশ করছে। গাছের ডালে এক মোরগ বসে তার চিরাচরিত আওয়াজে ডাকছে। শিয়াল মোরগকে ফাঁদে ফেলে স্বীকার করার উদ্দেশ্যে বলল এই যে মোরক ভাই আযান তো দিয়েছেন নিচে আসেন জামাত করে নামাজ পড়ি মোরগ বললো : জামাত করে নামাজ পড়তে ইমাম লাগবে না
শিয়ালটা : তা তো লাগবে।
মোরগ : ওই ঘরের পেছনে ইমাম সাহেব আছে ডেকে নিয়ে আসুন শিয়াল ঘরে পিছনে গিয়ে দেখে চির শত্রু কুকুর শুয়ে আছে দেখেইতো দোর
মোরগ : কি ভাই দৌড়াচ্ছেন কেন নামাজ পড়বেন না।
শিয়াল : শেষই বলতে লাগলো ছুটে গেছে বুদ্ধি থাকলে অনেক বড় বিপদ থেকে মুক্তি পাওয়া যায়
শিক্ষা: প্রাণী জগতের সবচেয়ে চতুর্ভাণী শিয়াল একটা মোরগ কিভাবে ফেলতে পারে নাই অথচ মুসলমান আজ ইহুদী-নাছারার ফাঁদে পড়ে পদে পদে বিপদগ্রস্ত হচ্ছে।