হারাম একটি আরবি শব্দ, যার অর্থ “নিষিদ্ধ” বা “অবৈধ”। ইসলাম ধর্মে যা কিছু আল্লাহ ও তাঁর রাসূল (সা.) কঠোরভাবে নিষেধ করেছেন, তা হারাম। হারাম শুধু খাবার নয়, আচরণ, পোশাক, উপার্জন, কথাবার্তা—জীবনের সব ক্ষেত্রে প্রযোজ্য। যেমন: মদ্যপান, সুদ খাওয়া, চুরি, মিথ্যা বলা ইত্যাদি হারাম। মুসলমানদের জন্য হারাম থেকে বিরত থাকা আবশ্যক।