#উঠল।পাগলের মতো নিজের চুল খামচে ধরে দেওয়ালে ঘুসি মারতেই হাত ফেটে রক্ত চুইয়ে পড়তে লাগলো। তীব্র আবারো রিদির কাছে এসে শক্ত করে বুকে চেপে ধরল কম্পিত শরীর। অনেকক্ষণ পর রিদির হুস ফিরল।রিদি একটুখানি নড়ে উঠতেই তীব্র ব্যাকুল স্বরে বলে,
সরি বৌ!সরি পাখি!সরি জান!সরি......
রিদি পিটপিট করে দেখল তীব্রকে।কেমন উম্মাদ এর মতো লাগছে।
বেশি কষ্ট হচ্ছে বৌ!আম সরি।বৌ......
রিদি তীব্রর এমন অবস্থা দেখে নিজের কষ্ট ভুলে গেল।তার "প্রিয় রাক্ষস মশাই"সত্যি ই কি তাকে এতোটা ভালোবাসে।এতোটা ভালবাসা যায় তাকে!!কোই সে নিজেকেও এতোটা ভালোবাসে না।রিদি মাথা তুলে তীব্রর কানে মুখ নিয়ে ফিসফিস করে বলল,
আমাকে এভাবেই বুকে জড়িয়ে রাখুন।সব খারাপ ভালো হয়ে যাবে" প্রিয় রাক্ষস মশাই "।
তীব্র রিদির কথায় মলিন মুখে হেসে বলল,
কষ্ট হচ্ছে তাই না!
রিদি তীব্রর গলায় মুখ গুজতে গুজতে বলল,
হচ্ছে! কিন্তু আপনার বুকে থাকার জন্য যদি আমাকে কষ্ট সহ্য করতে হয় তো আমি কষ্ট সহ্য করতে প্রস্তুত।
তীব্র দুহাতে আগলে ধরে রিদিকে টেনে নিজের উপর ফেলল। কিছুক্ষণ সেভাবেই জরিয়ে থেকে উঠে রিদির জন্য গরম সুপ করে এনে খাইয়ে ওষুধ খাইয়ে দিল।ভেজা লম্বা চুল গুলো হেয়ার ড্রায়ার দিয়ে ভালোভাবে শুকিয়ে দিল যেন চুলের পানি বসে না যায় শরীরে।এরপর আবারো তাকে জরিয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিতেই রিদি গভীর ঘুমে তলিয়ে গেল।
রিদি ভাবনা থেকে বেরিয়ে একবার তাকাল ঘড়ির দিকে।১০টা বেজে ৪ মিনিট।রিদির চোখ কপালে উঠে গেল।ঝটপট উঠতে চেয়েও উঠতে পারল না। তীব্র তাকে এমন ভাবেই পেঁচিয়ে রেখেছে যে নড়াও দুষ্কর।রিদি নিজেকে ছাড়াতে চেয়েও যখন পারল না তখন শান্ত হয়ে তীব্রর দিকে তাকালো। ঘুমন্ত অবস্থায় তীব্র কে একদম নতুন লাগে। মনে হয় এই তীব্র তার অদেখা।রিদির তীব্র কে ডাকতে ইচ্ছে করল না। কিন্তু না ডেকেও উপায় নেই।বাসায় তীর,মির,লাবিব ভাইয়া আছে আল্লাহ জানে তারা কি ভাবছে!রিদি আস্তে করে ডাকল,
এই যে শুনছেন?
এই যে এই!! শুনছেন!!
হু!!!
উঠুন প্লিজ!!
উহু!!
তো আমাকে ছাড়ুন!
উহু !!
ইয়ে মানে বাসায় তীর,মির,লাবিব ভাইয়ারা আছে! ছাড়ুন প্লিজ....
নেই ...
নেই মানে!!
বের করে দিয়েছি।রাতের আগে ওরা আসবে না।
কিহ!!কেন??
বাসর করব তাই!!
রিদি চোখ বড় বড় করে বলে,
আপনি এমন কথা ওদের বলেছেন!
হু!!
নির্লজ্জ!!
তীব্র রিদির কথায় তোয়াক্কা না করে মাথা একটু তুলে বলল,
বৌ এখনো বেশি ব্যাথা করছে?
রিদি কিছুটা হচকচিয়ে লজ্জা পেয়ে বলল,
উহু!!!
তীব্র রিদির লজ্জা উপেক্ষা করে বলল,
সরি!কাল আমি বেশি.........
রিদি লজ্জায় তীব্রর মুখ চেপে ধরে বলল,
হয়েছে হয়েছে!চুপ করুন........
তীব্র রিদিকে এতোটা