#রোন গিয়ে প্রিন্সিপাল স্যারের সাথে স্টেজে রাখা চেয়ারগুলোতে বসে পড়ে।অন্যদিকে সায়রা স্টেজে উঠে আগে সবাইকে শুভেচ্ছা জানিয়ে গেস্টদের জন্য ওর রেডি করা স্পিচ টা দেয়।সায়রা স্কুল লাইফ থেকেই বিভিন্ন অনুষ্ঠানে বক্তৃতা দিত।আর সব বক্তৃতাই ও নিজে তৈরি করত।ওর পূর্ববর্তী অভিজ্ঞতা কাজে লাগিয়েই সায়রা আজকের স্পিচ টা রেডি করেছে।আর তাই তো স্পিচ টা একদম ইউনিক ছিল।আমাদের এরোন তো এমনিতেই সায়রার উপর আগে থেকে ফিদা ছিল।আজকে ওর লুক দেখে আর সায়রার ক্রিয়েটিভিটি দেখে আরও বেশি মেল্ট হয়ে যায়।মানে একই অঙ্গে যেন সহস্র রূপ মেয়েটার।তারপর যথারীতি অন্যান্য প্রোগ্রামগুলো চলতে থাকে।সায়রা দর্শকদের সারিতে অনেকক্ষণ ধরে বসে থাকায় বোরিং ফিল করছিল।কারণ সায়রাতো চুপচাপ একটা জায়গায় সহজে বসে থাকতে পারে না।চঞ্চলতা তো ওর স্বভাবের সাথে মিশে আছে।তাই তো মাত্র কিছুক্ষণ শান্ত হয়ে বসে থাকার কারণে সায়রা বিরক্ত বোধ করতে থাকে।তাই সায়রা কিছুক্ষণ বাহিরে হাঁটাহাটি করতে যায়।সায়রা বাহিরে যাওয়ার কিছুক্ষণ পরেই একটা ছোট বাচ্চা কাছে আসে।সায়রা প্রথমে বাচ্চাটাকে খেয়াল করেনি।তাই বাচ্চাটা সায়রার শাড়ির আচল ধরে টানতে থাকে।এরপর সায়রা বাচ্চাটার দিকে তাকালে বাচ্চাটা ওর হাতে একটা চিরকুট গুঁজে দিয়ে দৌড়ে সেখান থেকে চলে যায়।সায়রা পিছন থেকে বাচ্চাটাকে কয়েকবার ডাক দিলেও বাচ্চাটা আর না দাঁড়িয়ে সোজা চলে যায়।সায়রা বাচ্চাটার কান্ডে একটু অবাক হয়ে যায়।কিন্তু সেসব পাত্তা না দিয়ে ও আগে চিরকুট টা খুলে পড়তে থাকে। চিরকুটে লেখা ছিল,
"এই যে মিস প্রিটি ফেইরি, আপনি কি আজকে আমাকে মেন্টাল অ্যাসাইলামে পাঠানোর পরিকল্পনা করেছেন নাকি।না মানে এত সুন্দর করে সাজতে কে বলেছে আপনাকে।আগে তো সব সময় লং ড্রেসে দেখতাম আপনাকে।আজকে হঠাৎ করে শাড়ি পরে আমাকে ঘায়েল করতে আসলেন যে?আচ্ছা ঘায়েল করুন সমস্যা নেই আমি তো আপনারই। কিন্তু আজকে আপনাকে দেখে তো শুধু আমি না বরং আরো অনেক ছেলেই ঘায়েল হয়েছে।সেটা তো ভালো ব্যাপার না।আমার #সুইটহার্ট কে দেখে ঘায়েল হওয়ার অধিকার শুধু আমার আছে আর কারোর নেই।অন্যরা যখন আপনাকে দেখে মুগ্ধ হয়, আপনার প্রশংসা করে তখন আমার জে*লাস ফিল হয়।আমার তখন ওইসব ছেলেদের চোখ উ*পড়ে ফেলতে ইচ্ছা করে।আর আমি কিন্তু আমার ইচ্ছা অপূর্ণ রাখতে পছন্দ করি না।এটা ফার্স্ট বার তাই ছাড় দিলাম।এরপর থেকে যদি কখনো এমন ঘায়েল করা লুক নিয়ে আপনি বাসার বাহিরে বের হন আর তখন যদি ছেলেরা আপনার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে তবে আমি আপনাকে কিছু করবো না ঠিকই কিন্তু ওইসব ছেলেদের চোখ আর ঠিক থাকবে না।সো মাইন্ড ইট।
চিরকুটটা পড়ে সায়রা হতভম্ব হয়ে যায়।বা
Tanzim Bin Helal
Ta bort kommentar
Är du säker på att du vill ta bort den här kommentaren?