11 i ·Oversætte

ফ্রেন্ড একে অপরকে দেখে একদম ইমোশনাল হয়ে যায়।যাইহোক কিছুক্ষণ একে অপরকে জড়িয়ে ধরে রাখার পর ওরা নিজেদের মধ্যে কথা বলার জন্য সোজা এরোনের রুমে চলে যায়।আসলে ইশান ওর ছোট ভাইয়ের বিয়ে উপলক্ষে এব্রোড থেকে দেশে আসার প্ল্যান করেছিল।কিন্তু বিয়েটা যেহেতু আর হয়নি তাই সে দেশে এসে তার বাবা মা বন্ধুদের সাথে কিছুদিন ছুটি কাটানোর প্ল্যান করে।আর গত কালকেই ইশান বাংলাদেশে আসে।যেহেতু আজকে এরোনের বাড়িতে পার্টি ছিল তাই সে সকালে এরোনের সাথে আর দেখা করতে যায়নি। একেবারে সন্ধ্যা বেলায় এসেছে।

ইশান আর এরোন মিলে এরোনের রুমে যাওয়ার পর এরোন আগে ফ্রেশ হতে যায়।অন্যদিকে ইশানও এরোনের রুমটা ঘুরে দেখছিল।এত বছর পরে নিজের বেস্ট ফ্রেন্ডের রুমে এসেছে সে কিন্তু মনে হচ্ছে যে রুমের কোনো পরিবর্তনই হয়নি।এরোনের রুমের বেডের পাশের দেয়ালে এরোনের বড় একটা ছবি টানানো আছে।এর পাশেই এরোন আর ইশানের একসাথে তোলা অনেকগুলো ছবি টানানো।এরোনের রুমে যেই প্রথমবার আসুক না কেন এরোন আর ইশানের ছবিগুলো প্রথমবার দেখেই সে বুঝে যাবে যে তারা জিগড়ি দোস্ত।ইশানের রুমের অবস্থাও সেইম।সেই চার বছর আগে যখন শেষবার ইশান দেশে এসেছিল তখনও তার আর এরোনের রুমের অবস্থা ঠিক সেইম ছিল।এসব ভেবে ইশান খানিকটা হাসলো। সেই ছোটবেলার বন্ধুত্ব তাদের।একে অপরের জন্য জান দিতে যেমন প্রস্তুত তেমনি জান নিতেও ওদের হাত কাঁপে না। ওদের বন্ধুত্ব দেখে আজ পর্যন্ত কম মানুষ হিং*সা করেনি।কত চেষ্টা করেছে ওদের বন্ধুত্ব ন*ষ্ট করার জন্য। কিন্তু শেষমেশ সবাই ব্য*র্থ হয়েছে। ইশান যখন এসব কথা ভাবছিল তখনই এরোন ওয়াশরুম থেকে বেরিয়ে এসে ইশানকে এভাবে ভাবুক হয়ে ওর রুমের দিকে তাকিয়ে থাকতে দেখে বলল,

-এই যে মিস্টার ভাবুক ম্যান।কি ভাবছিস এতো আমার রুমের দিকে তাকিয়ে।আমার রুম কিন্তু এখনো আগের মতোই আছে।একটুও চেঞ্জ হয়নি।

-হুম তা তো দেখতেই পারছি।

-কিন্তু তোর রুমের নকশা মেইবি এখন চেঞ্জ হয়েছে।

-জ্বি না স্যার।আমার রুমটাও এখনো আগের মতোই আছে।তুই শেষবার যেমনটা দেখেছিলি তেমনটাই আছে।

-বাহ্ তার মনে এখনো তোর লাইফে কেউ আসেনি।

-নাহ্। কিন্তু তুই ওতো দেখছি এখনো সিঙ্গেল। কোনো মেয়ে পাত্তা দেয়না নাকি?

-হাহ্ হাসালি।মেয়েরা কিনা আমাকে পাত্তা দিবে না।এমনটা ইম্পসিবল। ওরা তো পারলে আমার কোলে উঠে বসে থাকে।
বরং আমিই ওদের পাত্তা দেই না।আসলে মনের মতো কাউকে এখনো পাইনি তো তাই এখনো আমি সিঙ্গেল।

-কেন নিরা আছে না।সুন্দরী, স্মার্ট যেমনটা তুই চাস।তোর জন্য তো একদম পারফেক্ট। পাশাপাশি ও নিজেও তোকে কতটা ভালোবাসে।

-শোন বন্ধু কে আমাকে ভালোবাসে না বাসে তা নিয়ে আমার কোনো মাথাব্যথা নেই।কারণ আমার লাইফ পার্টনার তো সেই মেয়েটাই হবে যাকে ফার্স্ট বার দেখে আমার মন থেকে আপনাআপনি বেরিয়ে আসবে- মাশাল্লাহ।বুঝতে পেরেছিস।

-হুম। পেরেছি।

-তা কি বুঝতে পেরেছিস শুনি?

-আমি বুঝতে পেরেছি যে আমার বেস্ট ফ্রেন্ডটা প্রেমের প্রথম স্তরে আছে।মানে সে এখনো পুরোপুরি প্রেমে পরেনি। কিন্তু খুব জলদিই প্রেমে পড়তে যাচ্ছে। তা বন্ধু মেয়েটা কে? জলদি বলে ফেলো তো দেখি।

-আরে ইয়ার তুই ও না।তোর কাছ থেকে কোনো কথাই লুকিয়ে রাখতে পারি না।ঠিক ই কোনো না কোনো ভাবে তুই সবকিছু বুঝতে পেরে যাস।

-দেখতে হবে না বন্ধুটা কার?এখন বেশি কথা না বলে মেয়েটার নাম বলে ফেলো তো মামাহ্।

-ওর নাম সায়রা।আজকে যেই কোম্পানির সাথে আমার কোম্পানির কোলাবোরেশান হলো না ওই কোম্পানির প্রেজেন্ট সিইও।

-আরিব্বাস এতো দেখি সিইও সিইওদের মধ্যে প্রেম কাহিনি রচনা হয়ে গেল।এই ভাবি আজকের পার্টিতে তো এসেছে নিশ্চয়ই,না?

-বেশি কথা বলিস তুই।

-আরে বল না।এসেছে কি না?

-হ্যা এসেছে।হয়েছে শান্তি। এখন নিচে চল পার্টি শুরু হয়ে গেছে।

-ঠিক আছে চল।তবে নিচে গিয়ে আগে ভাবির সাথে দেখা করাবি কিন্তু।

-ওকে ওকে।এজ ইউর হুকুম।

এরপর এরোন আর ইশান নিচে নামে। এরোন নিচে নেমে আগে কিছু গেস্টদের সাথে কথাবার্তা বলে। কিন্তু ইশান বারবার সায়রাকে দেখার জন্য ওকে বিরক্ত করতে থাকে। শেষে বাধ্য হয়ে এরোন ওকে সায়রার সাথে দেখা করানোর জন্য নিয়ে যায়। সায়রা তখন ওর বাবার দুজন বিজনেস পার্টনারের মেয়ের সাথে কথা বলছিল।তখন এরোন সায়রাকে ডাক দেয়,

-মিস খান।

সায়রা পেছনে তাকিয়ে এরোনকে দেখে অন্যদেরকে বিদায় দিয়ে এরোনের কাছে যায়।এরোনের কাছে গিয়ে বলে,

-মিস্টার চৌধুরী,হঠাৎ আমাকে ডাকলেন যে? এনি প্রবলেম?

-না প্রবলেম না।আসলে আমার বেস্ট ফ্রেন্ডের সাথে পরিচয় করাতে আপনাকে ডেকেছি।মিট মাই বেস্ট ফ্রেন্ড ইশান।

-হ্যালো ভা... আই মিন মিস খান। আ'ম ইশান রহমান।

-হাই আ'ম সায়রা খান।

-ওহ্ নাইস নেইম।আপনার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো।

-আমারো।

-আচ্ছা মিস্টার চৌধুরী আমি এখন যাই। আমার পাপার সাথে কিছু কথা আছে।

-ওকে মিস খান। গুড বাই।

-বাই।

এরপর সায়রা ওদের সামনে থেকে চলে গেলে ইশান এরোনকে বলে,

-কিরে দোস্ত ভাবি মনে হয় আমাকে ইগনোর করল।

-তো অপরিচিত মানুষকে দেখলে ইগনোর না করে কি কোলে নিয়ে বসে থাকেবে নাকি?

-আরে ভাই হঠাৎ খে*পেছিস কেন?

-খে*পবো না তো কি করবো?তুই ওকে শুরুতে কি ডাকতে যাচ্ছিলি?এখন যদি তুই ওকে ওর সামনে এখন ভাবি ডাকতি তাহলে ও কি ভাবতো বলতো?এমনিতেই তোর জন্য কেমন ছ্যা*চড়ার মতো এসে আমার ওর সাথে কথা বলতে হলো।ও না জানি কি ভাবছে আমাকে নিয়ে?

-আরে ইয়ার চিল।এতো ইগো নিয়ে থাকলে ভালোবাসা হয় না।

-তোমার ক*চু হয় না।নিজে তো এখনো সিঙ্গেল। এদিকে উনি আসছেন আমাকে টিপস দিতে।

-আচ্ছা ঠিক আছে বাবা সরি।আর রাগ করিস না।

-ইট’স ওকে।বাট আজকে তোর জন্য আমার প্রেমটার শুরুতেই দ্যি এন্ড হয়ে যাচ্ছিল।

-থাক চিন্তা করিস না।আমি দোয়া করে দিলাম তোর বিয়ে এই ভাবির সাথেই

✨🌸…!🖤🥀
-স্বার্থ যেখানে শেষ,
– বদনাম সেখান থেকে শুরু…!! 🙂🥀
🖤•─┼┼•🖤
000●━━━━━━━━━━━━● 042
⇆ㅤㅤㅤㅤ. ◁ㅤㅤ❚❚ㅤㅤ▷ㅤㅤㅤㅤ↻

AFace1 লাইক, কমেন্ট, পোস্ট করে ইনকাম করুন। এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আর কোথাও কারো কাছে জিজ্ঞাসা করা প্রয়োজন হবে না . কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

9 timer ·Oversætte

পরিশেষে বলা যায়, লজ্জাপতি গাছ একটি সহজলভ্য অথচ অত্যন্ত কার্যকর ঔষধি উদ্ভিদ। তবে যেকোনো প্রাকৃতিক ঔষধ ব্যবহারের আগে বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করা উত্তম, বিশেষ করে যদি আপনি আগে থেকে কোনো ওষুধ সেবন করেন বা স্বাস্থ্য সমস্যা থাকে।

9 timer ·Oversætte

ত্বকের নানা রোগ যেমন একজিমা, চুলকানি বা ফোঁড়ার ক্ষেত্রেও এটি দারুণ কার্যকর। পাতার পেস্ট করে আক্রান্ত স্থানে প্রয়োগ করলে আরাম মেলে এবং ব্যাকটেরিয়ার সংক্রমণ কমে যায়।

9 timer ·Oversætte

এই গাছ ঘুমের সমস্যা ও মানসিক অস্থিরতা কমাতেও সাহায্য করে। গবেষণায় দেখা গেছে, লজ্জাপতিতে সেরোটোনিন নামক উপাদান থাকে, যা মস্তিষ্কে প্রশান্তি এনে ঘুমের উন্নতি ঘটায়।