9 w ·übersetzen

>অশ্লীল কবি< প্রকৃত প্রেমিক ছিলাম প্রতারক নয় আমি তো আর তার মৃত্যু কামনা করতে পারি না, বলতে পারি সুখি হও। দুজনের মাঝে দূরত্ব বেড়ে গেলেই, কি ভুলে থাকা সম্ভব? হয় তো বা নাহ , মূলত তোমাদের এ শহরে আজ প্রেম হারায় প্রেমিকা হারায়, এর পিছনে কিন্তু বেকারত্ব দায়ী নয়, তোমাদের প্রতি ওদের টান কমে যাওয়াই প্রধান বিষয়, নিজের স্বচক্ষ্য দিয়া দেখিলাম কোটি টাকা বাড়ি গাড়ি, কিছুতেই থাকিলো নাহ নারী, যৌবনের তাড়নায় ছাড়িয়া আসিলো সব, দুইবছরের ছেলে সন্তানের কোমল মুখের দিকে তাকিয়ে দেখে ও থেকে যায়নি, যৌবনের তাড়নায় ফেলে রেখে চলে গেল সব। বুঝলো না ছেলেটা বড় হয়ে গেলে, তার ভাবনার দুয়ার খুলে গেলে, কি ভাবনা আসবে তার প্রতি , অতি নিকটবর্তী মানুষের সাথে কোন একদিন রাগ অভিমানে ঝগড়া হয়ে গেলে, মুখের উপরে বলে উঠবে তুই আর ভালো হবি না, তোর মা ই তো ছিল ব্যা,শা তুই তো খারাপ হবে এটাই স্বাভাবিক, নিকটবর্তী মানুষরা আর বুঝবে না এ খারাপ হয়ে যাওয়া। শুধু একটা নারীর অযত্ন আর অবহেলার অভাবে, >>>আমি আজ জীবন মৃত্যুর মাঝে তোমরা ও ওই খানেই ~পৃষ্টা ১৬,