শিরোনাম: “আলোকছায়ার খেলা”
(১ম স্তবক)
নীরব রাতে জ্যোৎস্না নামে,
চাঁদের হাসি স্বপ্ন বুনে।
তুমি এসো ছুঁয়ে মন,
হৃদয় জাগে অনুরণে।
শিরীষ পাতায় বাতাস বাজে,
তোমার ছোঁয়া লাগে হাওয়ায়।
তোমার চোখের সেই ভাষা,
বলো কেমন করে ভুলি হায়?
(কোরাস)
আলোকছায়ার খেলা যেথা,
তুমি আমি একাকী প্রহর।
ভালোবাসা ভেসে যায় যেন
সময়ের নদীর উজান ঘর।
(২য় স্তবক)
তুমি বলো গল্প পুরোনো,
আমার গান সুরে ভাসে।
তোমার ঠোঁটে থেমে থাকা
একটি কথার মতো হাসে।
রোদ ঝরানো বিকেল বেলা,
তোমার চোখে রঙ ছড়ায়।
ভাঙা মেঘে রঙিন খেলা,
তোমায় নিয়েই হৃদয় গায়।
(কোরাস)
আলোকছায়ার খেলা যেথা,
তুমি আমি ছায়া আলো।
ভালোবাসা এক মেঘপিয়ন,
বয়ে আনে গান যত কালো।
(ব্রিজ)
যদি হারাও, যদি থেমে যাও,
এই গানেই থেকো চিরকাল।
স্মৃতির পাতায় নাম লেখে দাও,
তুমি ছিলে – এই তো পালা!
(শেষ স্তবক)
তারার কাঁধে ঘুম পাড়িয়ে
রেখে দিলাম আমার ব্যথা।
তুমি ছিলে সেই উপশম,
আকাশ জুড়ে নামল কথা।
Tanzim Bin Helal
Hapus Komentar
Apakah Anda yakin ingin menghapus komentar ini?