২০২৬ বিশ্বকাপ কোয়ালিফায়ারে ইকুয়েডর ১৫ ম্যাচে মাত্র ৫ গোল হজম করেছে। তারা কনমেবল অঞ্চলে পয়েন্ট টেবিলের দুই নাম্বারে আছে। ইকুয়েডর বিশ্বকাপ কোয়ালিফায়ারে শেষ ১৫ হোম ম্যাচে তারা অপরাজিত। তাদের দলের মাঝে বোঝাপড়া ভালো।
অপরদিকে ব্রাজিলের এই দলটায় নতুন কিছু প্লেয়ার আসায় তাদের মাঝে বোঝাপড়া কম হওয়ায় মিস পাস হচ্ছে বেশি। নতুন কোচের আন্ডারে মানিয়ে নিতেও টাইম লাগবে।