আরবী ) অর্থাৎ “হায়! তুমি যদি দেখতে! যখন তাদেরকে জাহান্নামের উপর দাঁড় করানো হবে তখন তারা বলবেঃ হায়! যদি আমাদেরকে ফিরিয়ে দেয়া হতো তবে আমরা আমাদের প্রতিপালকের নিদর্শনাবলীকে মিথ্যা প্রতিপন্ন করতাম না । হতে- নিশ্চয়ই তারা মিথ্যাবাদী।” ( ৬: ২৭-২৮ ) অন্য এক জায়গায় রয়েছেঃ ( আরবী ) অর্থাৎ “ তুমি যালিমদেরকে দেখবে, যখন তারা শাস্তি অবলোকন করবে তখন বলবেঃ আমাদের ফিরবার কোন পথ আছে কি?” ( ৪২:৪৪ ) আর এক জায়গায় আছেঃ ( আরবী ) অর্থাৎ “তারা বলবেঃ হে আমাদের প্রতিপালক! আপনি দু’বার আমাদেরকে মৃত্যু দান করেছেন এবং দু’বার জীবিত করেছেন, এখন আমরা আমাদের পাপসমূহ স্বীকার করে নিয়েছি, সুতরাং ( জাহান্নাম হতে ) বের হওয়ার কোন পথ আছে কি?” ( ৪০:১১ )