বাবা
এই শব্দটা মাত্র দুই অক্ষরের ।এইটা দুই অক্ষরের একটা শব্দ হলেও এটার মিনিং অনেক।
বাবা হলো এমন একজন মানুষ যার কোনও তুলনা হয়না কখনও বাবা হলো প্রতিটি ছেলের আবেগ এবং এই বাবাই প্রতিটি ছেলের সঠিক পথে চলার আদর্শ এই মানুষটা তার সন্তানকে সঠিক পথে যাওয়ার দিক নির্দেশনা দিয়ে থাকেন যার কারণে প্রায় প্রতিটি ছেলেই বাবার আদর্শ মেনে সঠিক পথে জীবন এগিয়ে নিয়ে যায়
আবার বাবা হলো এমন একজন মানুষ যে কিনা তার সন্তান দের জন্য তার পরিবারের জন্য নিজের সকল সপ্ন পূরণ থেকে বেরিয়ে আসেন এবং তার সন্তানের সকল ইচ্ছা সপ্ন পূরণ করার জন্য পরিবারের ইচ্ছা পূরণ করার জন্য নিজের সকল সুখ শান্তি জ্বলাঞ্জলি দেই
বাবা হলো পৃথিবীর শ্রেষ্ঠ একজন মানুষ যার কোনও তুলনা হয়না আর এই বাবার মতো কেউ কোনদিন হতে পারবে না
অবশেষে একটা কথাই বলব কেউ বাবাকে শুধু বাবাকেই নয় বাবা-মা কাউকেই অবহেলা করবেন না নিজের সর্বোচ্চ দিয়ে তাদের আগলে রাখবেন এবং ভালবাসবেন আর সর্বোচ্চ সম্মান দিবেন...
Mst Jannat
Delete Comment
Are you sure that you want to delete this comment ?