"আল্লাহর পরিকল্পনাই শ্রেষ্ঠ" ✨
🚶♂️ রাসেলের জীবনটা অনেক চ্যালেঞ্জের মধ্য দিয়ে গেছে। সে একটা ভালো চাকরি পেতে অনেক চেষ্টা করছিল, কিন্তু বারবার ব্যর্থ হচ্ছিল। 😞 একদিন দুঃখ নিয়ে সে মসজিদে গিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করলো—
🛐 "হে আল্লাহ! আমি তো যথাসাধ্য চেষ্টা করছি, কিন্তু কিছুতেই সফল হতে পারছি না। আপনি কি আমার জন্য ভালো কিছু রেখেছেন?" 😔
⏳ কয়েক সপ্তাহ পর রাসেল একটা ছোট চাকরি পেল। যদিও এটা তার স্বপ্নের মতো ছিল না, তবুও সে ধৈর্য ধরে আল্লাহর উপর ভরসা রাখলো। 💪 ধীরে ধীরে সে কাজের অভিজ্ঞতা বাড়াল, নতুন কিছু শিখল। 📚 ছয় মাস পরই সে তার স্বপ্নের থেকেও ভালো একটা চাকরির সুযোগ পেল, যেটার কথা সে কখনো ভাবেনি! 🎉
তখন সে বুঝতে পারলো, আল্লাহ তাকে দেরি করিয়ে আসলে তার জন্য আরও ভালো কিছু রেখেছিলেন। ❤️ আমরা যখন ধৈর্য হারাই, তখন আল্লাহর পরিকল্পনা আমাদের চোখে পড়ে না। কিন্তু যারা বিশ্বাস রাখে, তারা একদিন উপলব্ধি করে—
🌟 "আল্লাহ কখনো কাউকে ভুল পথে নিয়ে যান না, শুধু সঠিক সময়ের অপেক্ষা করান।"
— Sumon 💖
Saymon Ahmed
Slet kommentar
Er du sikker på, at du vil slette denne kommentar?