বাংলার গ্রামে-গঞ্জে কিংবা ভারতের মরুভূমিতে এক প্রাণীর নাম ঘুরে ফিরে আসে — “সান্ডা”। কেউ বলে এর তেলের গুণে দুর্বল মানুষ হয়ে ওঠে শক্তিশালী, আবার কেউ বলে এটা ভয়ংকর বিষাক্ত।
কিন্তু আসলে এই সান্ডা কী? এটা কি সত্যিই কোনো রহস্যময় ওষুধ, নাকি কুসংস্কারের পেছনে লুকিয়ে থাকা এক নিষ্ঠুর বাস্তবতা?
আজকের “অজানা গল্প”-তে আমরা জানবো সান্ডার বৈজ্ঞানিক পরিচয়, এর তেল নিয়ে প্রচলিত বিশ্বাস, এবং এর পেছনের চাঞ্চল্যকর সত্যি।