• যে ব্যক্তি আল্লাহর সৃষ্টির প্রতি এবং নিজের সন্তানের প্রতি স্নেহশীল নয়, আল্লাহও তার প্রতি স্নেহশীল নন। – আল হাদিস
• যে ব্যক্তি ছোটদের স্নেহ ও বড়দের সম্মান করে না, সে ব্যক্তি আমাদের দলভুক্ত নয়; এবং যে ব্যক্তি ভালো কাজে আদেশ ও খারাপ কাজে নিষেধ করে না, সে ব্যক্তিও আমাদের দলভুক্ত নয়। – আল হাদিস