রোনালদো একটা কথা নিয়ে খুব বিতর্ক হচ্ছে, সে বলছে "ব্যালন ডি'অরের ক্রেটেরিয়া গুলা এখনো ক্লিয়ার না, তবে এটা চ্যাম্পিয়ন লীগের ভিত্তিতে দিলে ভালো হয়"
Now the question is:- "২০১৩ ব্যালন ডি'অর রিবেরি কেন পায়নি?"
দু:খজনক, এই জিনিসটাও অনেকে জানে না। ব্যালন ডি'অরের ক্রাইটেরিয়া অনেকবার চেঞ্জ হইসে। কখনো দলীয় পারফরম্যান্স, কখনো ইন্ডিভিজুয়াল পারফরম্যান্স দেখে ব্যালন দেয়া হইতো। আবার মাঝেমধ্যে এরকম ব্যালন ডি'অর দেয়া হইসে যেগুলাতে কোন ক্রাইটেরিয়া ফলো করা হয়নি। (এটার উদাহরণ দিলে আরেকটা ফাটাফাটি হয়ে যাবে, থাক 😃)
২০১৩ সালে ব্যালন ডিঅরে ক্রাইটেরিয়ায় ইন্ডিভিজুয়াল পারফরম্যান্সের গুরুত্ব ছিলো বেশি, সেজন্য রোনালদো পাইসে। রিবেরি তখন ২য় স্থানেও ছিলো নাহ! দ্বিতীয় স্থানে ছিলেন লিওনেল মেসি। ওই বছর যদি দলীয় পারফরম্যান্স দেখে ব্যালন ডিঅর দেয়া হইতো তাইলে মেসি দ্বিতীয় স্থানে থাকে কিভাবে? নিশ্চিত রিবেরি মেসি-রোনালদো দুইজনের
উপরেই থাকতো।
এসব নিয়ে কথা বলার মত এনার্জি এখন নাই। ২০২২ সাল থেকে খেলা দেখা পোলাপান যখন দেখি রোনালদোকে ট্রল করে, তখন একটু মুখ খোলা লাগে আরকি! 😑