আগন্তুক মহিলা ভেতরে প্রবেশ করে দেখলেন, জনৈকা মহিলা নিজ হাতে ছেঁড়া কাপড় রিপু করছেন, তিনি অনুমান করছেন হয়তো ইনি ই খলীফার স্ত্রী, কিন্তু তাঁর বিশ্বাস হচ্ছে না ,তাই তিনি সালাম দিয়ে জিজ্ঞেস করলেন আপনি কি খলীফার স্ত্রী? সালামের উত্তর দিয়ে জিজ্ঞাসিত মহিলা বললেন আমি ফাতিমা, খলীফার স্ত্রী।
ইরাকি মহিলা লক্ষ্য করলেন বাসায় কোন দামী আসবাব পত্র নেই।