স্ত্রীকে বললেন, আপনি পর্দা করুন, লোকটি আপনার দিকে বারবার তাকাচ্ছেন। তিনি জানান উনিই খলীফা, আমার স্বামী।
খলীফা সালাম দিয়ে বাসায় প্রবেশ করলেন এবং সরাসরি মুসাল্লায় গিয়ে দুরাকাত সালাত আদায় করে স্ত্রীকে জিজ্ঞেস করলেন, আগন্তুক মহিলা কে? তিনি জানান উনি ইরাকের গ্রামাঞ্চল থেকে আগত,খলীফার দরবারে কিছু অভাব অভিযোগ জানাতে এসেছেন।
খলীফা আগন্তুক মহিলাকে লক্ষ্য করে বললেন, আপনার অভিযোগ বলুন!
মহিলা বললেনঃ