হিলার কথা শুনে খলীফা বার বার রিপিট করতে থাকলেন ‘কুসলুন কুসদুন’ অতঃপর খলীফা হেঁচকি তুলে কাঁদলেন এবং বললেন আমি আপনার মেয়েদের জন্য কিছু ভাতা দেয়ার ব্যবস্থা করছি, কাগজ কলম হাতে নিয়ে তিনি বললেন, বলুন আপনার বড় মেয়ের নাম কি? একে একে চারজন মেয়ের নামে ভাতা চালুর নির্দেশ- নামা লিখে তিনি বললেন আপনার চার মেয়ের ভাতা বিষয়ে নির্দেশ দেয়া হয়েছে,আশা করি আপনার ও আপনার ছোট মেয়ের খোরপোষ ঐ অর্থেই হয়ে যাবে। আপনার মেয়েরা যেন বিষয়টি খেয়াল রাখে।