কিন্তু যদি বলা হয় তবে তার অর্থ হবে তারা পবিত্রতা, পরিশুদ্ধতা তাযকিয়ার কাজ করছে। এ অবস্থায় ব্যাপারটি শুধুমাত্র আর্থিক যাকাত আদায়ের মধ্যে সীমাবদ্ধ থাকে না। বরং এর অর্থ ব্যাপক হবে। যেমনঃ
Ø আত্মার পরিশুদ্ধি
Ø চরিত্রের পরিশুদ্ধি
Ø জীবনের পরিশুদ্ধি
Ø তার পারিবারিক পরিশুদ্ধি
Ø নিজের, সমাজ এবং রাষ্ট্রের পরিশুদ্ধি।
Ø অর্থের পরিশুদ্ধি।