তবে ভুল কিন্তু নিজেরটা মানুষ নিজে তেমন দেখতে পায় না; সে কারণে মানুষ অসংখ্য ভুলের মধ্যে হাবুডুবু খেয়েও তার মনে ‘আমি যে ভুল করেছি’ এই বোধ উদয় হয় না। সে জন্য ভুল থেকে পরিত্রাণ পাওয়াটা তার জন্য দুরূহ হয়ে পড়ে। পক্ষান্তরে, অন্যের মাধ্যমে যদি সে ভুল বুঝতে পারে তহালে অবশ্যই সে ভুল থেকে দূরে অবস্থানের সুযোগ লাভ করতে পারে। ‘জবাবদিহিতা’ মূলত মানুষের জন্য এই সুবর্ণ সুযোগের দ্বার অবারিত করে। ‘আমাকে জবাবদিহি করতে হবে’- এই অনুভূতি মানুষকে অসংখ্য ভুলের পথ থেকে রক্ষা করে। সেই প্রেক্ষাপটে সে অসংখ্য অপরাধ প্রবণতা থেকে বেঁচে থাকার দুর্লভ সুযোগ লাভে ধন্য হয়।