এখানে পঞ্চেন্দ্রিয়ের সবচেয়ে কর্মতৎপর দুটি ইন্দ্রিয় কান ও চক্ষুকে উল্লেখ করা হয়েছে। সকল ইন্দ্রিয়শক্তির নিয়ন্ত্রক অন্তঃকরণের কথাও উল্লেখ করে আল্লাহ্ বনী আদমকে সাবধান করে দিয়েছেন, যেন তার শরীরের সকল অণু-পরমাণূ জবাবদিহিতার জন্য তৈরি থাকে। কিয়ামতের হিসাব-কিতাব ও জবাবদিহির এক চিত্র আরো ফুটিয়ে তোলা হয়েছে আল-কুরআনের অন্যত্র আল্লাহ বলেন: “আজ আমি তাদের মুখের উপরে মোহর মেরে দিব, তাদের হাত আমার সাথে কথা বলবে আর তাদের পাগুলো তারা দুনিয়ায় কি কি করেছিল তার সাক্ষ্য দেবে।” (ইয়াসীন: ৬৫)
মানুষ জবাবদিহি করতে না চাইলেও জোর করে তাকে জবাবদিহি করতে বাধ্য করা হবে—সেই কথাটিই এখানে দিবালোকের মত স্পষ্ট হয়ে উঠেছে।