10 میں ·ترجمہ کریں۔

এখানে পঞ্চেন্দ্রিয়ের সবচেয়ে কর্মতৎপর দুটি ইন্দ্রিয় কান ও চক্ষুকে উল্লেখ করা হয়েছে। সকল ইন্দ্রিয়শক্তির নিয়ন্ত্রক অন্তঃকরণের কথাও উল্লেখ করে আল্লাহ্ বনী আদমকে সাবধান করে দিয়েছেন, যেন তার শরীরের সকল অণু-পরমাণূ জবাবদিহিতার জন্য তৈরি থাকে। কিয়ামতের হিসাব-কিতাব ও জবাবদিহির এক চিত্র আরো ফুটিয়ে তোলা হয়েছে আল-কুরআনের অন্যত্র আল্লাহ বলেন: “আজ আমি তাদের মুখের উপরে মোহর মেরে দিব, তাদের হাত আমার সাথে কথা বলবে আর তাদের পাগুলো তারা দুনিয়ায় কি কি করেছিল তার সাক্ষ্য দেবে।” (ইয়াসীন: ৬৫)

মানুষ জবাবদিহি করতে না চাইলেও জোর করে তাকে জবাবদিহি করতে বাধ্য করা হবে—সেই কথাটিই এখানে দিবালোকের মত স্পষ্ট হয়ে উঠেছে।

4 گھنٹے ·ترجمہ کریں۔

AFace1 লাইক, কমেন্ট, পোস্ট করে ইনকাম করুন। এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আর কোথাও কারো কাছে জিজ্ঞাসা করা প্রয়োজন হবে না . কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

7 گھنٹے ·ترجمہ کریں۔

পরিশেষে বলা যায়, লজ্জাপতি গাছ একটি সহজলভ্য অথচ অত্যন্ত কার্যকর ঔষধি উদ্ভিদ। তবে যেকোনো প্রাকৃতিক ঔষধ ব্যবহারের আগে বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করা উত্তম, বিশেষ করে যদি আপনি আগে থেকে কোনো ওষুধ সেবন করেন বা স্বাস্থ্য সমস্যা থাকে।

7 گھنٹے ·ترجمہ کریں۔

ত্বকের নানা রোগ যেমন একজিমা, চুলকানি বা ফোঁড়ার ক্ষেত্রেও এটি দারুণ কার্যকর। পাতার পেস্ট করে আক্রান্ত স্থানে প্রয়োগ করলে আরাম মেলে এবং ব্যাকটেরিয়ার সংক্রমণ কমে যায়।

7 گھنٹے ·ترجمہ کریں۔

এই গাছ ঘুমের সমস্যা ও মানসিক অস্থিরতা কমাতেও সাহায্য করে। গবেষণায় দেখা গেছে, লজ্জাপতিতে সেরোটোনিন নামক উপাদান থাকে, যা মস্তিষ্কে প্রশান্তি এনে ঘুমের উন্নতি ঘটায়।

7 گھنٹے ·ترجمہ کریں۔

হেমোরয়েড বা অর্শ রোগেও লজ্জাপতির ব্যবহার রয়েছে। এর শুকনো পাতা গুঁড়ো করে দিনে দু’বার খেলে রক্ত পড়া কমে এবং ব্যথা উপশম হয়। একইসাথে, পাইলসের জন্য বাহ্যিক প্রয়োগেও পাতার পেস্ট ব্যবহার করা হয়।